মেয়েরা লুঙ্গি পরে কলেজে, কারণ এখানে জিনস পরা নিষিদ্ধ

কেরালার এক কলেজে মেয়েদের পোশাকবিধি নিয়ে নয়া ফরমান জারি হয়। কলেজের নয়া নির্দেশিকা অনুযায়ী কেরালার এই কলেজে মেয়েদের জিনস পরে আসার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি হয়। এরই প্রতিবাদে এই কলেজের মেয়েরা সবাই লুঙ্গি পরে কলেজে আসে। এমনই ছবি হোয়াটসঅ্যাপে পোস্ট করা হয়।

Updated By: Jun 6, 2016, 02:41 PM IST
মেয়েরা লুঙ্গি পরে কলেজে, কারণ এখানে জিনস পরা নিষিদ্ধ

ওয়েব ডেস্ক: কেরালার এক কলেজে মেয়েদের পোশাকবিধি নিয়ে নয়া ফরমান জারি হয়। কলেজের নয়া নির্দেশিকা অনুযায়ী কেরালার এই কলেজে মেয়েদের জিনস পরে আসার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি হয়। এরই প্রতিবাদে এই কলেজের মেয়েরা সবাই লুঙ্গি পরে কলেজে আসে। এমনই ছবি হোয়াটসঅ্যাপে পোস্ট করা হয়।

ছবিটি হোয়াটসঅ্যাপে দেওয়ার পরই ভাইরাল হয়ে যায়। কোন কলেজের এই ঘটনা তা জানা যায়নি। শোনা গিয়েছে এই লুঙ্গি প্রতিবাদের পর ওই কলেজে জিনস না পরে আসার ব্যাপারে যে নিষেধাজ্ঞা জারি হয় তা প্রত্যাহার করা হয়।

Tags:
.