Dead Rat In Sambar: হার্সেস সিরাপের পর এবার জনপ্রিয় রেস্তরাঁয় সম্বরে মরা ইঁদুর!

২ দিন আগেই ভোপাল-আগরা বন্দে ভারত এক্সপ্রেসের খাবারের প্যাকেটে পাওয়া যায় ভাসমান মরা আরশোলা।

Updated By: Jun 21, 2024, 06:35 PM IST
Dead Rat In Sambar: হার্সেস সিরাপের পর এবার জনপ্রিয় রেস্তরাঁয় সম্বরে মরা ইঁদুর!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হার্সেস সিরাপের পর এবার সম্বরে মরা ইঁদুর! আমেদাবাদের একটি জনপ্রিয় রেস্তরাঁয় সম্বরে পাওয়া গিয়েছে এই মরা ইঁদুর। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। আমেদাবাদের দেবী দোসা রেস্তরাঁয় এই ঘটনা ঘটে। এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে রেস্তরাঁ কর্তৃপক্ষ। তারা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। 

প্রসঙ্গত, ২ দিন আগেই ভোপাল-আগরা বন্দে ভারত এক্সপ্রেসের খাবারের প্যাকেটে পাওয়া যায় ভাসমান মরা আরশোলা। এবার রেস্তরাঁর সম্বরে মরা ইঁদুর। উল্লেখ্য, সম্প্রতি এক নামী সংস্থার চিপসের প্যাকেটে মরা ব্যাঙ পাওয়া যায়। তারপর হার্শেস-এর চকোলেটে পাওয়া যায় মরা ইঁদুর। এখানেই শেষ নয়, এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে খাবার খুলতেই বেরয় ব্লেড। 

ওদিকে আইসক্রিমে কাটা আঙুল পাওয়ার ঘটনা তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এরপরেও আইসক্রিমে পাওয়া যায় তেঁতুলবিছে। ওদিকে এক নামী ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলের খাবারে পাওয়া যায় মরা সাপ! যা খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই কলেজের ১০ পড়ুয়া। এরমধ্যে আরও একটি ঘটনাতেও বেজায় চাঞ্চল্য ছড়িয়েছে। সেটি হল অ্যামাজনের প্যাকেটে জ্যান্ত কোবরার ডেলিভারি!

আরও পড়ুন, Sex Change Surgery: অপহরণ করে সেক্স চেঞ্জ! তারপর দাবি, 'আমার সঙ্গে থাকো...'

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.