বাঁচানো গেল না! প্রায় ৮০ ঘণ্টা পর উদ্ধার তিরুচিরাপল্লির দু’বছরের শিশুর নিথর দেহ

দীর্ঘ লড়াই শেষ। বাঁচানো গেল না বছর দুয়েকের ছোট্ট সুজিত উইলসনকে। মঙ্গলবার সকালে উদ্ধার হল তার মৃতদেহ।

Updated By: Oct 29, 2019, 11:19 AM IST
বাঁচানো গেল না! প্রায় ৮০ ঘণ্টা পর উদ্ধার তিরুচিরাপল্লির দু’বছরের শিশুর নিথর দেহ
ছবি: এএনআই।

নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ লড়াই শেষ। বাঁচানো গেল না বছর দুয়েকের ছোট্ট সুজিত উইলসনকে। মঙ্গলবার সকালে উদ্ধার হল তার মৃতদেহ।

শুক্রবার বিকেলে খেলতে খেলতে নলকূপের জন্য খোঁড়া গভীর গর্তে পড়ে যায় তামিলনাড়ুর তিরুচিরাপল্লির সুজিত। ৬০০ ফুট গর্তের ১০০ ফুট গভীরে শুক্রবার বিকেল থেকে আটকে ছিল সে। দমকল, রাজ্য ও কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৩০০ জন উদ্ধারকারীর একটানা চেষ্টার পরও বাঁচানো গেল না বছর দুয়েকের শিশুটিকে। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের কথায়, ‘শনিবার সকাল পর্যন্ত বাচ্চাটির কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল। তারপর আর কোনও সাড়া-শব্দ পাওয়া যায়নি সুজিতের।’

আরও পড়ুন: পেটে অসহ্য ব্যথা! AIIMS-এ নিয়ে যাওয়া হল ইডি হেফাজতে থাকা পি চিদম্বরমকে

তামিলনাড়ুর পরিবহণ দফতরের মুখ্যসচিব জে রাধাকৃষ্ণণ জানান, শিশুটির দেহে পচন ধরতে শুরু করেছে। অনেক চেষ্টার পরও ওকে বাঁচানো গেল না। সুজিতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অত্যন্ত রুক্ষ এবং পাথুরে জমি হওয়ায় সুরঙ্গ কাটার কাজ অত্যন্ত ধীর গতিতে হচ্ছিল। কিন্তু মাটির ১০০ ফুট গভীরে দীর্ঘ প্রায় ৮০ ঘণ্টা জল, খাবার ছাড়া বাঁচা খুবই শক্ত। বিশেষ করে ওই একরত্তি শিশুর পক্ষে তো প্রায় অসম্ভব! তাই শেষ রক্ষা হল না।

.