চাপ বাড়ল অশোক গাঙ্গুলির, তদন্ত শুরু করছে দিল্লি পুলিস, বয়ান রেকর্ডের জন্য অভিযোগকারিনীকে চিঠি

Delhi police will start prob against Justic Ashok Ganguly sexual assault case. victim have asked for record her complaint. presser building on Justice Ganguly

Updated By: Dec 6, 2013, 05:05 PM IST

অবশেষে অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গাঙ্গুলির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে চলেছে পুলিস। বয়ান রেকর্ডের জন্য অভিযোগকারী তরুণীকে চিঠি পাঠানো হয়েছে। তাঁর বয়ানের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু করতে চায় দিল্লি পুলিস।

রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে প্রাথমিকভাবে যৌন হেনস্থার প্রমাণ মেলার কথা জানিয়েছে সুপ্রিম কোর্টের তদন্ত কমিটি। যদিও, বৃহস্পতিবার প্রধান বিচারপতি পি সদাশিবম জানিয়ে দেন, অশোক কুমার গঙ্গোপাধ্যায় অবসর নেওয়ায় তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ আদালত কোনও ব্যবস্থা নেবে না।

সুপ্রিম কোর্টের রিপোর্ট প্রকাশ্যে আসার পরই দেশজুড়ে শোরগোল পড়ে যায়। প্রশ্ন ওঠে, তরুণ তেজপালের বিরুদ্ধে গোয়া পুলিস যেমন স্বতপ্রণোদিতভাবে মামলা দায়ের করেছিল, এক্ষেত্রেও তা কেন হবে না? অভিযোগকারী তরুণী কেন নিজে থেকে পুলিসের কাছে আসছেন না, এ প্রশ্নও তোলেন আইনজীবীরা। পুলিসি পদক্ষেপের দাবি জোরালো হওয়ায় কী করণীয় তা জানতে সুপ্রিম কোর্টের আধিকারিকদের সঙ্গে দিল্লি পুলিসের কর্তারা যোগাযোগ করেন বলে খবর।

অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা দায়ের করা যেতে পারে তা ঠিক করতেই অভিযোগকারী তরুণীর বয়ান রেকর্ড করতে চাইছে দিল্লি পুলিস। রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে জেরা করতে পারে তারা। এস এন শর্মা নামে দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক অশোককুমার গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করতে চাইলেও তা গ্রহণ করেনি দিল্লি পুলিস। দিল্লি পুলিস ও অশোককুমার গঙ্গোপাধ্যায়কে স্বতঃপ্রণোদিতভাবে নোটিস পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন।

.