লিখিত নির্দেশ পেলে তবেই ইস্তফা, দলকে জবাব দীনেশের

দীনেশ ত্রিবেদীর পদত্যাগ ইস্যুতে বিড়ম্বনা বাড়ল তৃণমূলের। রেল বাজেটে ভাড়া বৃদ্ধি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোপে পড়া রেলমন্ত্রীকে পদত্যাগের জন্য দলের তরফে মৌখিক নির্দেশ দেওয়া হলেও তিনি তা মানতে অস্বীকার করেছেন বলে খবর।

Updated By: Mar 17, 2012, 11:32 AM IST

দীনেশ ত্রিবেদীর পদত্যাগ ইস্যুতে বিড়ম্বনা বাড়ল তৃণমূলের। রেল বাজেটে ভাড়া বৃদ্ধি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোপে পড়া রেলমন্ত্রীকে পদত্যাগের জন্য দলের তরফে মৌখিক নির্দেশ দেওয়া হলেও তিনি তা মানতে অস্বীকার করেছেন বলে খবর।
তৃণমূল নেতৃত্বের একাংশের তরফে খবর, শনিবার সকালে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করার জন্য ফোন করেন রেলমন্ত্রীকে। কিন্তু দীনেশ ত্রিবেদী পত্রপাঠ সেই নির্দেশ প্রত্যাখ্যান করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাগভাজন রেলমন্ত্রী কল্যানবাবুকে জানান, পদত্যাগ করতে তাঁর কোনও আপত্তি নেই। তবে তাঁর ইস্তফা দেওয়ার নির্দেশ দলের পক্ষ থেকে অথবা দলনেত্রীর পক্ষ থেকে লিখিতভাবে ফ্যাক্স মারফত্‍ পাঠাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে নির্দেশ দিলেও তিনি পদত্যাগ করতে পারেন বলে কল্যান বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন দীনেশ ত্রিবেদী। তবে তৃণমূলের পক্ষ থেকে দীনেশ ত্রিবেদীকে ফোন করার বিষয়টি অস্বীকার করা হয়েছে।
তৃণমূল সূত্রে খবর, রেলের সমস্ত স্তরে যাত্রীভাড়া বৃদ্ধির পাশাপাশি বুধবার রেল বাজেট পেশ করতে গিয়ে দীনেশ ত্রিবেদী যে ভাবে রেলমন্ত্রকে তাঁর পূর্বসূরীকে কটাক্ষ করেছেন তাতে তাঁর উপর প্রবল ক্রুদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। কী বলেছেন বারাকপুরের সাংসদ ? কোনও রাখঢাক না রেখেই লোকসভায় রেল বাজেট বক্তৃতার সময় তাঁর মন্তব্য, "গত ২ বছর রেল আইসিইউ-তে রয়েছে। রেলের স্বাস্থ্য উদ্ধারে যা করা উচিত, আমি তাই করেছি।" সেই সঙ্গেই বাজেট পেশের পর মিডিয়ার মুখোমুখি হয়ে কার্যত তৃণমূল নেত্রীর কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি প্রশ্ন তোলেন, "আমি মহাকরণ থেকে রেলমন্ত্রক চালাব, না রেল ভবন থেকে?"
বুধবারই প্রধানমন্ত্রীকে ফ্যাক্স বার্তা পাঠিয়ে দীনেশ ত্রিবেদীর পরিবর্তে মুকুল রায়কে রেলমন্ত্রী করার সুপারিশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থতিতে গতকাল রাতে কংগ্রেস কোর কমিটির বৈঠকে দীনেশর `ভবিষ্যত্‍` নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী মনমোহন সিং ব্যক্তিগতভাবে বাজেট অধিবেশন পর্যন্ত দীনেশ ত্রিবেদীকে স্বপদে বহাল রাখার পক্ষপাতী হলেও জোট রাজনীতির বাধ্যবাধকতায় আগামী সোমবারই তাঁকে সরানো হতে পারে বলে ২৪ আকবর রোড সূত্রে খবর।

.