জোড়া চাপে ইউপিএ ২
দীনেশ ত্রিবেদীর পদত্যাগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনড় অবস্থানের পর শ্রীলঙ্কায় প্রভাকরণ পুত্রের হত্যার ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে নিজেদের সরিয়ে নিতে পারে বলে জানাল ডিএমকে।
দীনেশ ত্রিবেদীর পদত্যাগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনড় অবস্থানের পর শ্রীলঙ্কায় প্রভাকরণ পুত্রের হত্যার ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে নিজেদের সরিয়ে নিতে পারে বলে জানাল ডিএমকে।
দিনকয়েক আগে প্রভাকরণের ছোট ছেলে বালাচন্দ্রনকে খুনের ছবি প্রকাশ্যে আসার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন ডিএমকে সুপ্রিমো করুণানিধি। তার উত্তরে প্রণব মুখোপাধ্যায় যা জানিয়েছেন তাতে সন্তুষ্ট নয় ডিএমকে। এর পরই ডিএমকে সূত্রে জানা যায়, মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা নিয়ে ভাবনা চিন্তা করছেন করণানিধি।
বালাচন্দ্রন হত্যায় একটি নিন্দা প্রস্তাব পেশ হতে চলেছে রাষ্ট্রসংঘে। তার পক্ষে ভোট দানের জন্য কেন্দ্রীয় সরকারের ওপর চাপ সৃষ্টি করতেই ডিএমকে এই জল্পনা তৈরি করছে বলে মনে করছে রাজনৈতিক মহল।