এবার অ্যান্টিবডি শনাক্তকরণে DRDO-র বিশেষ কিট, শীঘ্রই বাজারে আসছে DIPCOVAN

কবে থেকে খোলা বাজারে মিলবে এই কিট?

Updated By: May 21, 2021, 08:13 PM IST
এবার অ্যান্টিবডি শনাক্তকরণে DRDO-র বিশেষ কিট, শীঘ্রই বাজারে আসছে DIPCOVAN

নিজস্ব প্রতিবেদন: করোনা প্রতিরোধে ওষুধ আগেই এনেছে। এবার অ্যান্টিবডি শনাক্ত করতে বিশেষ কিট তৈরি করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)। যার নাম দেওয়া হয়েছে ‘ডিপকোভ্য়ান’ (DIPCOVAN)।

আরও পড়ুন: করোনা কাড়ল প্রাণ, প্রয়াত চিপকো আন্দোলনের প্রাণপুরুষ Sundarlal Bahuguna

দিল্লির ভ্যানগার্ড ডায়েগোনস্টিক প্রাইভেট লিমিটেডের সঙ্গে যৌথ ভাবে এই কিট তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)। বিশেষজ্ঞরা জানিয়েছেন, মানুষের সেরাম বা প্লাজমায় IgG অ্যান্টিবডি শনাক্তকরণে সক্ষম এই কিট। অতিমারিতে যা অত্যন্ত কার্যকর। চলতি বছরের এপ্রিল মাসেই এই কিটকে ছাড়পত্র দিয়েছে Indian Council of Medical Research। মে মাসে Drugs Controller General of India, Central Drugs Standard Control Organisation, Ministry of Health and Family Welfare-এর তরফে ছাড়পত্র মিলেছে। ফলে জুনের প্রথম সপ্তাহেই বাজারজাত হবে ‘ডিপকোভ্য়ান’ (DIPCOVAN)।

আরও পড়ুন: Corona চিকিৎসায় কোনও সুফল মেলেনি, Remdesivir বাতিলের পক্ষে সওয়াল চিকিৎসদের

করোনা প্রতিরোধে ইতিমধ্যে ওষুধও তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (DRDO)।  ২-ডিঅক্সি-ডি-গ্লুকোজ বা ২-ডিজি (2-deoxy-D-glucose /2-DG) নােমর এই ওষুধিট  ডক্টর রেড্ডিস ল্যাবরেটরি (Dr Reddy's Laboratories)-এর সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। জুন মাসের মাঝামাঝিতে বাজারজাত হবে করোনা প্রতিরোধক ওষুধ ২-ডিজি। তার ঠিক আগে নির্দিষ্ট করে দেওয়া হবে ওযুধটির দাম। তবে যাতে সব স্তরের মানুষ ওষুধটি কিনতে পারে, সেই কথা মাথায় রেখেই ওষুধটির দাম ধার্য হবে। গত ১৭ মে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের হাত দিয়ে আত্মপ্রকাশ করেছে ২-ডিজি-এর প্রথম ব্যাচ।  

.