বিড়াম্বনায় রাহুল গান্ধী, নিজের লোকসভা কেন্দ্রের বাসিন্দা নন কংগ্রেস সহসভাপতি, দাবি আমেঠির এসডিও-এর

অস্বস্তিতে কংগ্রেস। বিড়াম্বনায় রাহুল গান্ধী। নিজের লোকসভা কেন্দ্র আমেঠির বাসিন্দা হিসাবে যে তথ্য-প্রমাণ সোনিয়া পুত্র দিয়েছিলেন আজ তা খারিজ করে দিলেন আমেঠির সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট।

Updated By: Apr 3, 2014, 11:20 AM IST

অস্বস্তিতে কংগ্রেস। বিড়াম্বনায় রাহুল গান্ধী। নিজের লোকসভা কেন্দ্র আমেঠির বাসিন্দা হিসাবে যে তথ্য-প্রমাণ সোনিয়া পুত্র দিয়েছিলেন আজ তা খারিজ করে দিলেন আমেঠির সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট।

রাহুল গান্ধীর আবেদন পত্র খারিজ করে দিয়ে আমেঠির এসডিও সাফ জানিয়েছেন কংগ্রেস সহ সভাপতি আমেঠির বাসিন্দা হওয়ার যে দাবি করেছেন তার কোনও প্রমাণই নেই। শুধু তাই নয় তিনি যে মাঝে মাঝে আমিঠিতে এসে থাকেন মেলেনি তারও উপযুক্ত প্রমাণ।

গত ১০ বছর ধরে সংসদে আমেঠি থেকে নির্বাচিত কংগ্রেসের সহসভাপতি । কিন্তু আমেঠির এসডিও-এর রায়ে এবার বিপাকে রাহুল।

আমেঠিতে রাহুলের বিরুদ্ধে লড়ছেন বিজেপির স্মৃতি ইরানি আর আপ-এর কুমার বিশ্বাস। এই কঠিন ত্রিমুখী লড়াইয়ে খুব সহজে আমেঠি রাহুলের আমেঠি জয় হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

কুমার বিশ্বাস ইতিমধ্যেই জোরদার প্রচার শুরু করেছেন আমেঠি থেকে। গত কয়েক মাস ধরেই তিনি কার্যত কংগ্রেসের শক্ত ঘাঁটি আমেঠিতে ডেরা বেঁধেছেন।

তবে রাহুলের আর এক প্রতিদন্ধী নরেন্দ্র মোদী ঘনিষ্ট স্মৃতি ইরানি অবশ্য এখনও তাঁর লোকসভা কেন্দ্রে প্রচারে যেতে পারেননি।

.