Madhya Pradesh: অনলাইন ক্লাস নিয়ে সমস্যা, বাবার বন্দুক দিয়েই নিজেকে গুলি করল ছেলে
অনলাইনে ক্লাস বুঝতে বা করতে সমস্যা হচ্ছিল। বাড়িতে জানিয়েও সুরাহা মেলেনি। অবশেষে বাবার বন্দুক দিয়েই মুশকিল আসান করল সে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাবার লাইসেন্স প্রাপ্ত পিস্তল দিয়ে নিজেকে গুলি করে দিল ক্লাস ১১-র এক পড়ুয়া। অনলাইনে ক্লাস বুঝতে বা করতে সমস্যা হচ্ছিল। বাড়িতে জানিয়েও সুরাহা মেলেনি। অবশেষে বাবার বন্দুক দিয়েই মুশকিল আসান করল সে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। এএনআইয়ের খবর অনুযায়ী, মধ্যপ্রদেশ গোয়ালির পূর্বের অতিরিক্ত পুলিস সুপার রাজেশ দানন্ডোটিয়া জানান, ক্লাস ১১-র পড়ুয়া বাবার লাইসেন্স বন্ধুক দিয়ে আত্মহত্যা করে। মনে করা হচ্ছে, অনলাইন ক্লাস নিয়ে সমস্যা হচ্ছিল ছাত্রের। কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। তদন্ত চলছে।
আরও পড়ুন, বউ কোনও পণ্য নয়! পণের ১১ লাখ ফিরিয়ে 'সগুনে' মাত্র ১ টাকা নিলেন সরকারি চাকুরে পাত্র
Madhya Pradesh| A student of class 11th from Gwalior shot himself using his father’s licensed pistol. The boy likely was facing trouble with online classes, no suicide note found. Probe underway: Rajesh Dandotia, Additional SP, East Gwalior pic.twitter.com/zg4awEY7if
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) December 8, 2022
এর আগেও স্কুলে শিক্ষকের বকাবকির জেরে আত্মঘাতী করে ছাত্র। অভিযোগ, বাজি ফাটানোর জেরে বকাবকি করেছিলেন শিক্ষক। প্রধান শিক্ষকের কাছে শাস্তিও পেয়েছিল ওই কিশোর। পুলিস জানিয়েছে, কিশোরকে স্কুলের নির্ধারিত সময়ের পর ঘণ্টাখানেক আটকে রাখা হয়েছিল। এমনকি, ওই ছাত্রকে স্কুল থেকে বরখাস্ত করার হুমকিও দেন বলে অভিযোগ প্রধানশিক্ষক এবং শ্রেনিশিক্ষকের বিরুদ্ধে।
সমীক্ষা বলছে, সম্প্রতি বিশ্বে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। ভারতেই ২০২১-এ আত্মহত্যার কারণে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৪ হাজার ৩৩ জনের। এমনই তথ্য উঠে এসেছে ‘ন্যাশনাল ক্রাইম স্টেশন ব্যুরো’-র সাম্প্রতিকতম রিপোর্টে। এনসিবি-র তথ্য অনুযায়ী, ২০২১ সালে প্রতি ১০ লক্ষ জনসংখ্যার মধ্যে ১২০ জনের মৃত্যুর কারণই হল আত্মহত্যা। শুধু তাই-ই নয়, ২০২১-এ আত্মহত্যার কারণে মৃত্যুর হার গত বছরগুলোর তুলনায় ৬.১ শতাংশ বেড়েছে। ২০২০-সালে সেই সংখ্যা ছিল ১৫৩,০৫২।
আরও পড়ুন, Saket Gokhale Arrest: জামিন পেয়েও ফের হাজতে সাকেত গোখলে, শুক্রবার মোরবিতে তৃণমূলের প্রতিনিধিদল