চিঠিতে মোদীকে নিশানা,নয়া ৩ কৃষি আইনের প্রতিবাদে 'আত্মঘাতী' পঞ্জাবের আইনজীবী
এর আগে সিংঘু সীমান্তে আত্মঘাতী হন সন্ত রাম সিং নামে হরিয়ানার এক গুরুদ্বারের গ্রন্থি বা পুরোহিত
নিজস্ব প্রতিবেদন: দিল্লিতে কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে ও মোদী সরকারের নয়া ৩ কৃষি আইনের প্রতিবাদে 'আত্মঘাতী' হলেন পঞ্জাবের এই আইনজীবী।
দিল্লির টিকরি(Tikri) সীমান্তে কৃষকরা যেখানে আন্দোলন করছেন সেই জায়গা থেকে কয়েক কিলোমিটার দূরে এক স্থানে বিষ পান করেন অমরজিত্ সিং নামে ওই আইনজীবী। একটি সুইসাইড নোটে তিনি লিখেছেন, নতুন কৃষি আইন(Farm laws) এনে কৃষকের ঠকাচ্ছে মোদী সরকার। প্রধানমন্ত্রীকে ওই সুইসাইড নোটে স্বৈরাচারী বলেও উল্লেখ করা হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।
আরও পড়ুন-বাংলাকে Modi-র হাতে তুলে দেবে; ডায়মন্ডহারবারের একটা আসনে জিতে দেখাও, চ্যালেঞ্জ অভিষেকের
অমরজিত্ সিংয়ের বাড়ি পঞ্জাবের ফাজিলকা জেলার জালালাবাদে। রবিবার তিনি বিষ পান করার পর তাঁকে নিয়ে যাওয়া হয় রোহতকের Post Graduate Institute of Medical Sciences-এ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
সুইসাইড নোটে তিনি লিখেছেন, '৩ কালা কানুন এনে দেশের কৃষকদের ঠকাচ্ছে কেন্দ্র। এতে ব্যবসায়ীরাই লাভবান হবেন। বঞ্চিত হবেন কৃষকরা। প্রধানমন্ত্রী, সাধারণ মানুষের কথা শুনুন।' পুলিস অবশ্য ওই সুইসাইড নোটটির সত্যতা যাচাই করে দেখছে। কারণ সুইসাইড নোটটি লেখা হয়েছে গত ১৮ ডিসেম্বর।
আরও পড়ুন-একুশে ভোটের আগে বড় চমক, কলকাতায় BJP-র পর্যবেক্ষক Sovan Chatterjee
Lawyer from Punjab allegedly ends life by consuming poison a few kilometres away from the site of farmers' protest at Delhi’s Tikri border: Police
— Press Trust of India (@PTI_News) December 27, 2020
আইনজীবীর মৃত্যু নিয়ে ঝাঁঝরের এক পুলিস আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, 'ওই আইনজীবীর পরিবারকে খবর দেওয়া হয়ছে। তাঁরা এলেই তাদের বয়ান রেকর্ড করে পরবর্তি পদক্ষেপ গ্রহণ করা হবে।'
উল্লেখ্য, এর আগে সিংঘু সীমান্তে আত্মঘাতী হন সন্ত রাম সিং নামে হরিয়ানার এক গুরুদ্বারের গ্রন্থি বা পুরোহিত। 'কৃষকদের দুর্দশা সহ্য করতে না পেরে' তিনি মাথায় গুলি করে আত্মহত্যা করেন। কয়েক দিন আগেই পঞ্জাবের ভাটিন্ডার এক ২২ বছরের কৃষক আত্মঘাতী হন বলে তার পরিবারের দাবি। দিল্লির আন্দোলন থেকে ঘরে ফিরে তিনি বিষ পান করেন।