এফডিআই ভোট: রাজ্যসভায় জিতল সরকার

এফডিআই নিয়ে আজ রাজ্যসভায় ভোটাভুটি। গতকাল বহুজন সমাজ পার্টি সমর্থনের ঘোষণার পর ভোটাভুটিতে বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে কেন্দ্রীয় সরকার। সেইসঙ্গেই ওয়াকআউটের কথা ঘোষণা করেছে সমাজবাদী পার্টি।

Updated By: Dec 7, 2012, 11:23 AM IST

এফডিআই নিয়ে আজ রাজ্যসভায় ভোটাভুটি। গতকাল বহুজন সমাজ পার্টি সমর্থনের ঘোষণার পর ভোটাভুটিতে বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে কেন্দ্রীয় সরকার। সেইসঙ্গেই ওয়াকআউটের কথা ঘোষণা করেছে সমাজবাদী পার্টি। 
রাজ্যসভায় আজ সমাজবাদী পার্টি ওয়াকআউট করলে ভোটাভুটিতে জয়ের জন্য ম্যাজিক ফিগার নেমে দাঁড়াচ্ছে একশো আঠেরোয়। বিসএসপি ও শরিকদের সমর্থন নিয়ে কংগ্রেসের পক্ষে সংখ্যা একশো সতেরো। অন্যদিকে, এনডিএ, বামদল, তৃণমূল কংগ্রেস, এডিএমকে ও বিজেডিকে মিলিয়ে মোট ৯৯ জন সাংসদ আছেন বিরোধী শিবিরে। কলকাতায় টেস্ট খেলতে ব্যস্ত থাকায় রাজ্যসভায় উপস্থিত থাকতে পারবেন না  মনোনীত সাংসদ সচিন তেণ্ডুলকর।
বুধবার ওয়াকআউট করে লোকসভায় সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেছিল বসপা। এরপর বৃহস্পতিবার রাজ্যসভায় দাঁড়িয়ে খুচরো বিতর্কের ভোটাভুটিতে সরকারকে সরাসরি সমর্থনের করেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। রাজ্যসভায় দাঁড়িয়ে মায়াবতী আশ্বাস দেন, খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ সমর্থন না করলেও এই মুহূর্তে সরকারের পাশেই থাকবে বিএসপি। অন্যদিকে, রাজ্যসভাতেও ভোটদানে বিরত থাকবে সপা। দলের পক্ষ থেকে একথা ঘোষণা করেন সাংসদ রামগোপাল যাদব।
গতকাল রাজ্যসভায় বিতর্কে অংশ নেন বিজেপি সাংসদ অরুণ জেঠলি, সিপিআইএম সাংসদ সীতারাম ইয়েচুরি।

.