বাংলাকে ৩,৩০৯ কোটির অনুদান কেন্দ্রের, সর্বোচ্চ পেল যোগীর রাজ্য

দ্বিতীয় দফার কিস্তিতে সর্বাধিক অনুদান পেয়েছে মোট ৮টি রাজ্য।

Updated By: Jan 27, 2021, 05:24 PM IST
বাংলাকে ৩,৩০৯ কোটির অনুদান কেন্দ্রের, সর্বোচ্চ পেল যোগীর রাজ্য

নিজস্ব প্রতিবেদন : বাংলার জন্য ৩,৩০৯ কোটির অনুদান অনুমোদন করল কেন্দ্র। ২০২০-২১ অর্থবর্ষে দ্বিতীয় কিস্তিতে বাংলার জন্য এই অনুদান মঞ্জুর করল কেন্দ্র। 

পিআইবির তরফে প্রকাশিত বিজ্ঞাপ্তিতে উল্লেখ, অর্থ মন্ত্রকের তরফে দেশের মোট ১৮টি রাজ্যের জন্য অনুদান অনুমোদন করেছে কেন্দ্র। ১৮টি রাজ্যের গ্রাম পঞ্চায়েতের জন্য এই অনুদান মঞ্জুর করা হয়েছে। মোট ১২ হাজার ৩৫১ কোটি টাকা অনুদান দিয়েছে কেন্দ্র। এরফলে ২০২০-২১ অর্থবর্ষে এখনও পর্যন্ত মোট ৪৫ হাজার ৭৩৮ কোটি টাকা দেশব্যাপী গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য মঞ্জুর করল কেন্দ্র।

পিআইবি প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে, দ্বিতীয় দফার কিস্তিতে সর্বাধিক অনুদান পেয়েছে মোট ৮টি রাজ্য। যে তালিকায় রয়েছে মহারাষ্ট্র, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাট, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গ। একনজরে কোন রাজ্য কত পেল-

মহারাষ্ট্র- ৪,৩৭০ কোটি
পাঞ্জাব - ২,২৩৩ কোটি

উত্তরপ্রদেশ- ৭,৩১৪ কোটি
অন্ধ্রপ্রদেশ -৩,১৩৭ কোটি
বিহার- ৩,৭৬৩ কোটি
গুজরাট- ২,৩৯৬ কোটি
মধ্যপ্রদেশ- ২,৯৮৮ কোটি
পশ্চিমবঙ্গ- ৩,৩০৯ কোটি

আরও পড়ুন, ক্যামেরা দেখে ক্ষিপ্ত, মেজাজ হারিয়ে ঝাঁপিয়ে এল বাঘ, ভাইরাল ভিডিও
অসুস্থ Sourav-এর খোঁজ নিতে Vijayvargiya-কে ফোন Amit Shah-এর

.