কানপুরে বিক্ষুব্ধ জনতার উপরে চলল গুলি, উত্তপ্ত দিল্লিতে জ্বলছে আগুন
উত্তর প্রদেশে ফের চলল গুলি। লখনউয়ের পর এবার কানপুর। নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতায় উত্তাল জনতার উপরে পুলিস গুলি চালায় বলে অভিযোগ। সূত্রে খবর গুলিতে ৭ থেকে ৮ জন জখম হয়েছেন।
নিজস্ব প্রতিবেদন: উত্তর প্রদেশে ফের চলল গুলি। লখনউয়ের পর এবার কানপুর। নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতায় উত্তাল জনতার উপরে পুলিস গুলি চালায় বলে অভিযোগ। সূত্রে খবর গুলিতে ৭ থেকে ৮ জন জখম হয়েছেন।
উত্তর প্রদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভের খবর মিলেছে। মেরুট, বাহরেচ, বুলন্দশহর, মুজাফফরনগরে পুলিসের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের। পাথর ছোড়া হয়। গাড়ি পোড়ানো হয় বুলন্দশহরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ব্যবহার করে। কোথাও লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিস। উত্তর প্রদেশের বিভিন্ন জায়গায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।
বুলন্দশহরের জেলাশাসক রবীন্দ্র কুমার জানান, বিকেল ৩ টে থেকে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
** জামা মসজিদের সামনে এখনও বিক্ষোভ প্রদর্শন করছেন মানুষ। সকাল থেকে কয়েক হাজার মানুষে সেখানে বিক্ষোভ দেখান। তার নেতৃত্ব দেন ভীম সেনার প্রধান চন্দ্রশেখর আজাদ
Delhi: Protest continues outside Jama Masjid against #CitizenshipAmendmentAct. pic.twitter.com/MCGdYNZfTm
— ANI (@ANI) December 20, 2019
** দিল্লির দরিয়াগঞ্জে দফায় দফায় পুলিসের সঙ্গে সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের। বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ব্যবহার করে পুলিস। লাঠিচার্জ করে বলে অভিযোগ।
Delhi: Car torched in Daryaganj during protest over #CitizenshipAct pic.twitter.com/2o4tkDXZO6
— ANI (@ANI) December 20, 2019
Delhi: Police uses water cannon on protesters in Daryaganj. #CitizenshipAct pic.twitter.com/bjaVhjGaT7
— ANI (@ANI) December 20, 2019
** উত্তর প্রদেশে বুলন্দশহরে বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়
Bulandshahr: Vehicle torched during demonstration against #CitizenshipAmendmentAct; heavy police presence at the spot pic.twitter.com/SwRtulLEr4
— ANI UP (@ANINewsUP) December 20, 2019
** তুমুল বিক্ষোভের জেরে চাঁদনি চক, রাজীব চক, দিল্লি গেট-সহ একাধিক মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হলো
#UPDATE DMRC:Following stations are currently closed:Central Secretariat, Chawri Bazar, Chandni Chowk, Rajiv Chowk, Delhi Gate, Lal Quila, Jama Masjid, Khan Market, Janpath, Pragati Maidan, Mandi House, Jamia Millia Islamia, Jaffrabad, Maujpur-Babarpur, Shiv Vihar, Johri Enclave pic.twitter.com/BY8Z1y0jIN
— ANI (@ANI) December 20, 2019