দেশের প্রথম Rapid-rail-এর ফার্স্ট লুক প্রকাশ, ১৮০ কিমি প্রতি ঘণ্টা সর্বোচ্চ গতি

প্রধানমন্ত্রীর মেক ইন ইন্ডিয়া নীতির অন্যতম সেরা প্রকল্প হিসাবে উল্লেখ করা ছিল Rapid-rail-এর।

Edited By: সুমন মজুমদার | Updated By: Sep 26, 2020, 10:58 AM IST
দেশের প্রথম Rapid-rail-এর ফার্স্ট লুক প্রকাশ, ১৮০ কিমি প্রতি ঘণ্টা সর্বোচ্চ গতি

নিজস্ব প্রতিবেদন- ঘণ্টায় সর্বোচ্চ গতি হতে পারে ১৮০ কিমি। লুকস-এর ক্ষেত্রেও অসাধারণ। দেশের প্রথম Rapid-rail-এর ফার্স্ট লুক প্রকাশ করা হল। দিল্লি ও আশেপাশের রাজ্যগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য Rapid-rail চালু করার কথা ভেবেছিল সরকার। তা ছাড়া প্রধানমন্ত্রীর মেক ইন ইন্ডিয়া নীতির অন্যতম সেরা প্রকল্প হিসাবে উল্লেখ করা ছিল Rapid-rail-এর। দিল্লির সঙ্গে যাতে সংলগ্ন রাজ্যগুলির যোগাযোগ ব্যবস্থা বিশ্বমানের করা যায়, সেই ভাবনা থেকেই এই ট্রেন চালানোর কথা ভাবা হয়েছিল। 

আরও পড়ুন-  'নেহি হ্যায়' নির্মলার; ৪৭,২৭২ কোটি GST ক্ষতিপূরণ অন্যত্র খরচ, ফাঁস CAG-র

বম্বার্ডিয়ারের সাবলি প্ল্যান্টে এই ট্রেনের নির্মাণ হবে। দিল্লির লোটাস টেম্পল-এর আদলে এই ট্রেনের ডিজাইন তৈরি করা হয়েছে। আসুন দেখে নেওয়া যাক এই ট্রেনের বিশেষত্ব কী- 

১৮০ কিমি প্রতি ঘণ্টার সর্বোচ্চ গতিতে ছুটতে পারবে এই ট্রেন।

স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি এয়ারোডায়েনামিক ডিজাইনের জন্য এই ট্রেনের ওজন হালকা। গোটা ট্রেন শীতাতপ নিয়ন্ত্রিত হবে।

প্রতিটি কামরায় প্রবেশ ও বাহিরের জন্য মোট ছটি দরজা থাকবে। বিজনেস ক্লাস কোচে থাকবে চারটি দরজা।

প্রতিটি ট্রেনে একটি করেই বিজনেস ক্লাস কোচ থাকবে।

2x2 আরামদায়ক সিট থাকবে। পা রাখার জন্য পর্যাপ্ত জায়গা থাকবে। জিনিসপত্র রাখার রেক চওড়া হবে। মোবাইল চার্জ করা যাবে। ওয়াই-ফাই এর সুবিধা থাকবে।

এই ট্রেন লোটাস টেম্পল-এর ডিজাইন থেকে অনুপ্রাণিত। লোটাস টেম্পল-এর মতো এই ট্রেনেও তাপ বিকিরণের ক্ষমতা থাকবে। ফলে যাত্রীরা আরামদায়ক যাত্রা করতে পারবেন।

.