এসএমএস-এ টিকিট বুকিংয়ের পঞ্চনামা
ভারতীয় রেল কেটরিং ও ট্যুরিজম কর্পোরেশন নিয়ে এল নতুন টিকিট বুকিং পদ্ধতি। যেইসব মোবাইল ফোনে ইন্টারনেটের সুবিধা নেই, সেইসব মোবাইল থেকেও এই পদ্ধতির সাহায্যে টিকিট বুক করা যাবে।
ভারতীয় রেল কেটরিং ও ট্যুরিজম কর্পোরেশন নিয়ে এল নতুন টিকিট বুকিং পদ্ধতি। যেইসব মোবাইল ফোনে ইন্টারনেটের সুবিধা নেই, সেইসব মোবাইল থেকেও এই পদ্ধতির সাহায্যে টিকিট বুক করা যাবে।
এই প্রতবিদেন থাকল যে কোনও মোবাইল থেকে টিকিট বুক করার পাঁচটি সহজ উপায়---
প্রথম- ব্যাঙ্কে নিজের ফোন নম্বর রেজিস্টার করুন। ব্যাঙ্ক আপনাকে একটা মোবাইল মানি আইডেন্টিফায়ার ও পাসওয়ার্ড দেবে। তার সাহায্যে আপনি টাকা জমা করতে পারবেন।
দ্বিতীয়- মোবাইল মানি আইডেন্টিফায়ার পাওয়ার পর আপনাকে বুকিংয়ের যাবতীয় তথ্য উল্লেখ করে একটি মেসেজ পাঠাতে হবে। যেমন ট্রেনের নম্বর, যাওয়ার দিন, স্টেশনের নাম, জায়গা, ক্লাস, নিজের নাম, বয়স ও লিঙ্গ উল্লেখ করে ১৩৯ বা ৫৬৭৬৭১৪ নম্বরে পাঠাতে হবে।
তৃতীয়- মেসেজ পাওয়ার পর ভারতীয় রেল আপনাকে একটি ট্রানজাকশন আই ডি পাঠাবে। যাত্রীকে PAY লেখার পর ট্রানজাকশন আই ডি ও ব্যাঙ্কের পাসওয়ার্ড লিখে মেসেজের উত্তর দিতে হবে।
চতুর্থ- এইভাবেই আপনার টিকিট বুকিং হয়ে যাবে ও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে।
পঞ্চম- এরপর ভারতীয় রেল আপনাকে একটি মেসেজ পাঠাবে। সেই মেসেজ ও ফটো আই ডি কার্ড আপনার সঙ্গে থাকলেই আপনি যাত্রা করতে পারবেন।
তবে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এসএমএস-এর মাধ্যমে বুকিং করা যাবে না।