আজ দেশে ফিরছে শ্রীলঙ্কায় বন্দী পাঁচ ভারতীয় মৎসজীবী

পাঁচ ভারতীয় মৎসজীবীকে গতকালই মুক্ত করেছিল ছেড়ে শ্রীলঙ্কা। সম্ভবত আজ ভারতে পৌঁছাবেন ওই ৫জন। ড্রাগ পাচারের অপরাধে সে দেশের এক আদালত এই ৫ জনের মৃত্যু দণ্ডের নির্দেশ দিয়েছিল। দেশে ফিরে আসার পর ৫ জনকে ভারতেরই কোনও জেলে পাঠানো হবে।

Updated By: Nov 20, 2014, 03:29 PM IST
 আজ দেশে ফিরছে শ্রীলঙ্কায় বন্দী পাঁচ ভারতীয় মৎসজীবী

চেন্নাই: পাঁচ ভারতীয় মৎসজীবীকে গতকালই মুক্ত করেছিল ছেড়ে শ্রীলঙ্কা। সম্ভবত আজ ভারতে পৌঁছাবেন ওই ৫জন। ড্রাগ পাচারের অপরাধে সে দেশের এক আদালত এই ৫ জনের মৃত্যু দণ্ডের নির্দেশ দিয়েছিল। দেশে ফিরে আসার পর ৫ জনকে ভারতেরই কোনও জেলে পাঠানো হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে  শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের আলোচনার পর তামিলনাড়ুর ৫ মৎসজীবী এমারসন, পি অগাস্টাস, আর উইলসন, কে প্রসাথ ও যে লাংগ্লেটকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। তবে সে দেশের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতে পাঠিয়ে ক্ষমা নয় এই ৫ জনের শাস্তি কমানো হয়েছে মাত্র।

২০১১ সালে শ্রীলঙ্কায় ধরা পড়ে এই ৫ মৎসজীবী। ৫ জনের বিরুদ্ধেই ড্রাগ পাচারের অভিযোগ ওঠে।

কিছুদিন আগেই ৫ জঙ্কে ভারতে ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন রাজাপক্ষ।

বিজেপি এই ঘটনাকে কেন্দ্রের সাফল্য হিসেবেই ব্যাখ্যা করছে। সব কৃতিত্বই অবশ্য তাঁরা দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদীকে।

শ্রীলঙ্কার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ডিএমকে প্রধান করুণানিধি।

.