কচ্ছ উপকূলে পাক নৌকোকে তাড়া করে ধরল কোস্টগার্ড, আটক ১৭৫ কোটি টাকার মাদক

ধৃত পাকিস্তানিদের সবাই করাচির বিট জাজিরা এলাকার বাসিন্দা

Updated By: Jan 6, 2020, 05:34 PM IST
কচ্ছ উপকূলে পাক নৌকোকে তাড়া করে ধরল কোস্টগার্ড, আটক ১৭৫ কোটি টাকার মাদক

নিজস্ব প্রতিবেদন: বড়সড় সাফল্য উপকূলরক্ষী বাহিনী ও গুজরাট এসটিএফের। সোমবার গুজরাটের কচ্ছ উপকূলের কাছে জাখাউয়ে  বিপুল পরিমাণ হেরোইন-সহ ধরা পড়ল ৫ পাকিস্তানি।  একটি মাছ ধরার নৌকো থেকে ওই হেরোইন উদ্ধার হয়। বিপুল পরিমাণ ওই হেরোইনের দাম ১৭৫ কোটি টাকা। মোট ৩৫টি প্যাকেটে ভরা ছিল ওই হেরোইন। প্রতিটি প্যাকেটের ওজন ১ কেজি।

আরও পড়ুন-জেএনইউ-তে হামলা ‘২৬/১১’-র ঘটনা মনে করাচ্ছে, তোপ বিজেপির প্রাক্তন শরিকের

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় উপকূলরক্ষী বাহিনী ও এসটিএফ।  পাকিস্তানি মাছ ধরার নৌকোটিকে তাড়া করে উদ্ধার করা হয় ৩৫টি প্যাকেট।  গুজরাটের কোথায় তা নামানোর কথা ছিল তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। ধৃত পাকিস্তানিদের নাম আনিস(৩০), ইসমাইল মহম্মদ(৫০), আসরাফ উসমান(৪২), কারিম আবদুল্লা(৩৭), আবুবকর আশরফ(৫৫)। এরা সবাই করাচির বিট জাজিরা এলাকার বাসিন্দা।

আরও পড়ুন-আতঙ্কের কারণ নেই, প্রক্টরের আবেদন সত্ত্বেও ক্যাম্পাস ছাড়ছেন জেএনইউয়ের বহু পড়ুয়া

এসটিএফের এক আদিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, সন্দেহভাজন ওই পাক নৌকোটিকে প্রথম চিহ্নিত করে গুজরাট এসটিএফ। হেরোইন পাচারের খবর পেয়েই উপকূলরক্ষী বাহিনীর দ্বারস্থ হয় এসটিএফ। কোস্টগার্ডের কমান্ডোরাই তাড়া করে ওইসব মাদক পাচারকারীদের ধরে ফেলেন। ধৃতদের জেরা চলছে।

.