বন্যায় বিপর্যস্ত অসম

বন্যায় বিপর্যস্ত অসম। ইতিমধ্যেই জোড়হাট জেলার কুড়িটি গ্রাম প্লাবিত। প্রবল বৃষ্টিতে ভোগদয় নদীর তীরবর্তী গ্রামগুলি প্লাবিত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। খোলা হয়েছে বেশ কয়েকটি ত্রাণ শিবির ।

Updated By: Jul 8, 2016, 11:22 PM IST
বন্যায় বিপর্যস্ত অসম

ওয়েব ডেস্ক: বন্যায় বিপর্যস্ত অসম। ইতিমধ্যেই জোড়হাট জেলার কুড়িটি গ্রাম প্লাবিত। প্রবল বৃষ্টিতে ভোগদয় নদীর তীরবর্তী গ্রামগুলি প্লাবিত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। খোলা হয়েছে বেশ কয়েকটি ত্রাণ শিবির ।

প্লাবিত অসমের জোড়হাট জেলার প্রায় কুড়িটি গ্রাম। জলে ভেসে গেছে ধানের গোলা। বাড়িঘর। শুক্রবার ভোরে ভোগদই নদীতে আচমকা জলোচ্ছাসে তীরবর্তী গ্রামগুলিতে জল ঢুকে যায়। ডুবে যায় চাষের জমি।

ডিভিসির নতুন ওয়েবসাইট জানাবে বন্যার পূর্বাভাষ

অসম SDRF অর্থাত্‍ স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং রাজ্য পুলিস উদ্ধার কাজ শুরু করেছে। তেইশটি ত্রাণ শিবির খোলা হয়েছে বন্যা বিধ্বস্ত এলাকায়।

গত বছরেও বন্যায় প্রায় পনের লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন অসমে। প্রায় দু লাখ মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হন। ফের অতিবৃষ্টিতে সিঁদুরে মেঘ দেখছেন অসমের নদী তীরবর্তী নিচু অঞ্চলের বাসিন্দারা।

.