২০১৫: দেশের যে পাঁচ নেতার ভুলে যাওয়ার মত বছর
২০১৫ সালে আমাদের রাজনৈতিক নেতাদের ভালোমন্দ মিশিয়েই গেল। কিন্তু এই প্রতিবেদনে আমরা আলোচনা করব সেই ৫ জনকে নিয়েই, যাঁরা নামে তো হেভিওয়েট। কিন্তু বছরভর খুঁজে পাওয়া গেল না সেভাবে।
১) অমিত শাহ - ২০১৪ লোকসভা নির্বাচনে বিজেপির এমন দুর্দান্ত জয়ের পর সবাই বলেছিল, এই জয় আসলে অমিত শাহর তৈরি করে দেওয়া। কিন্তু ২০১৫ তে এসে অমিত শাহের আর ভালো গেল না। এ বছর বিহার নির্বাচনে ভরাডুবির জন্যও তাঁর দিকেই আঙুল তুলেছেন কেউ কেউ। বিস্তারিত পড়ুন
২) রাম বিলাস পাসোয়ান- হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর প্রভাব প্রতিপত্তি নিয়ে অনেক কথা বলা যায়। লোকসভা নির্বাচনে জিতেছিলেনও বিশাল সংখ্যক ভোটের ব্যবধানে। কিন্তু সেই মানুষটারও সময়টা ভালো গেল না ২০১৫-তে। বিস্তারিত পড়ুন
৩) হর্ষবর্ধন - দিল্লির রাজনীতিতে তিনি অনেকটাই। মাঝে মাঝেই থাকতেন সংবাদ শিরোনামে। কিন্তু ২০১৫ তে একেবারেই এলেন না প্রদীপের আলোয়। রাজনৈতিক তেমন কোনও প্রাপ্তি নেই এ বছরে তাঁর। বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন। বিস্তারিত পড়ুন
৪) কিরণ বেদী - বিজেপি হঠাত্ করে দিল্লির মুখ করে ফেলেছিল তাঁকে। কিরণ বেদী তাঁর কর্মদক্ষতার জন্যই মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে গিয়েই তাঁর জায়গা অনেকটা কমে গেল। ২০১৫ টা অবশ্যই খারাপ গেল তাঁর। বিস্তারিত পড়ুন
৫) অজয় মাকেন - দিল্লিতে কংগ্রেসের মুখ বলতে অজয় মাকেন। একসময় বড় বড় সব পদ সামলেছেন। কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন। কিন্তু ২০১৫ তে তাঁর সেভাবে রাজনৈতিক কোনও ভালো খবর নেই। এমন কিছুই অজয় মাকেন করেননি, যাতে তিনি এবং তাঁর দল উপকৃত হন। বিস্তারিত পড়ুন