মোদীর বিরুদ্ধে জোড়া অভিযোগ প্রাক্তন মন্ত্রী ও পুলিসকর্তার

গোধরা পরবর্তী দাঙ্গার সময় মোদী সরকারের পক্ষপাতদুষ্ট ভূমিকা সম্পর্কে নতুন অভিযোগ প্রকাশ্যে এল এবার। শুধু মুসলিম মহল্লায় হামলাকারী উন্মত্ত গেরুয়া ব্রিগেডকে তাণ্ডবলীলা চালাতে দেওয়ার জন্য প্রশাসনকে নিষ্ক্রিয় রাখাই নয়, নিরপেক্ষ পুলিস অফিসারদের হাতে আটক হিন্দু দুষ্কৃতীদের ছেড়ে দেওয়ার জন্যও নাকি কড়া নির্দেশনামা জারি করেছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী।

Updated By: Jan 13, 2012, 05:06 PM IST

গোধরা পরবর্তী দাঙ্গার সময় মোদী সরকারের পক্ষপাতদুষ্ট ভূমিকা সম্পর্কে নতুন অভিযোগ প্রকাশ্যে এল এবার। শুধু মুসলিম মহল্লায় হামলাকারী উন্মত্ত গেরুয়া ব্রিগেডকে তাণ্ডবলীলা চালাতে দেওয়ার জন্য প্রশাসনকে নিষ্ক্রিয় রাখাই নয়, নিরপেক্ষ পুলিস অফিসারদের হাতে আটক হিন্দু দুষ্কৃতীদের ছেড়ে দেওয়ার জন্যও নাকি কড়া নির্দেশনামা জারি করেছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী।
এক প্রাক্তন পুলিস কর্তার আনা এই অভিযোগের পাশাপাশি নরেন্দ্র মোদীর অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছেন তাঁরই ক্যাবিনেটের প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গোর্ধন ঝদাফিয়া। শুক্রবার গুজরাত দাঙ্গার তদন্তে নিয়োজিত নানাবতী কমিশনের সামনে দেওয়া ৩ ঘণ্টার জবানবন্দিতে ঝদাফিয়ার অভিযোগ, মুখ্যমন্ত্রী মোদীর বিভেদকামী পদক্ষেপের কারণেই দাঙ্গা মোকাবিলায় সক্রিয় হতে পারেনি প্রশাসন। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
২০০২ সালের দাঙ্গার সময় গুজরাতের গোয়েন্দা প্রধান হিসেবে কর্মরত ছিলেন আর বি শ্রীকুমার। পরবর্তীকালে রাজ্যে অতিরিক্ত পুলিস মহানির্দেশকও হয়েছিলেন তিনি। গতকাল গোধরা পরবর্তী গুজরাত দাঙ্গার তদন্তে নিয়েজিত নানাবতী কমিশনে একটি হলফনামা দাখিল করে শ্রীকুমার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মোদীর নির্দেশে তত্‍কালীন অতিরিক্ত মুখ্যসচিব অশোক নারাণন রাজ্যের সমস্ত শীর্ষস্থানীয় পুলিস অফিসারদের অবিলম্বে দাঙ্গায় জড়িত থাকার দায়ে ধৃত সমস্ত হিন্দুদের ছেড়ে দেওয়ার মৌখিক আদেশ দিয়েছিলেন।

শ্রীকুমারের অভিযোগ, পুরো বিষয়টি সম্পর্কে নানাবতী কমিশনকে অবহিত করার জন্য তিনি অশোক নারায়ণকে পরমর্শ দিয়েছিলেন। কিন্তু অশোক নারায়ণ সেই পরামর্শে কর্ণপাত করেননি।
প্রসঙ্গত, নানাবতী কমিশনে আর বি শ্রীকুমার মোট ৯টি হলফনামা পেশ করেছেন। এর আগেও বেশ কয়েকটি ক্ষেত্রে ২০০২ সালের দাঙ্গার সময় মোদী সরকারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ এনেছিলেন তিনি। কিন্তু অভিযোগের সপক্ষে আদালতগ্রাহ্য কোনও তথ্যপ্রমাণ পেশ করতে পারেননি এই প্রাক্তন পুলিসকর্তা।

.