গুমনামি বাবার সরঞ্জামের মধ্যে থেকে উদ্ধার হল নেতাজি পরিবারের দুটি বহু পুরনো ছবি

গুমনামি বাবাই কি নেতাজি? ফৈজাবাদের রাম ভবনেই কি কেটেছিল তাঁর শেষ জীবন? নেতাজি বিশেষজ্ঞদের একাংশ বহুদিন ধরেই এই দাবিতে সোচ্চার হয়েছেন।

Updated By: Mar 16, 2016, 09:15 AM IST
গুমনামি বাবার সরঞ্জামের মধ্যে থেকে উদ্ধার হল নেতাজি পরিবারের দুটি বহু পুরনো ছবি

ওয়েব ডেস্ক: গুমনামি বাবাই কি নেতাজি? ফৈজাবাদের রাম ভবনেই কি কেটেছিল তাঁর শেষ জীবন? নেতাজি বিশেষজ্ঞদের একাংশ বহুদিন ধরেই এই দাবিতে সোচ্চার হয়েছেন।

এবার সেই গুমনামি বাবার সরঞ্জামের মধ্যে থেকেই উদ্ধার হল নেতাজি পরিবারের দুটি বহু পুরনো ছবি। একটি ছবিতে রয়েছেন নেতাজির বাবা জানকি নাথ বসু ও মা প্রভাবতী দেবী। অন্যটি বাবা-মা সহ মোট ২২ জনের একটি পারিবারিক ছবি।

রামভবন থেকে উদ্ধার হওয়া গুমনামি বাবার সরঞ্জাম সংগ্রহশালায় রাখাতে উত্তরপ্রদেশ সরকারকে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। ফৈজাবাদ ট্রেজারি থেকে সেই সরঞ্জাম স্থানান্তরের সময়ই সামনে এসেছে এই বিষয়টি। স্বাভাবিক ভাবেই যা ফৈজাবাদ তত্ত্বকে আরও একবার প্রাসঙ্গিক করে তুলল।

.