৭০ দিনের বিচ্ছেদ শেষ, মহারাষ্ট্রে ফের এক সঙ্গে বিজেপি-শিবসেনা

৭০ দিনের বিচ্ছেদের অবসান। মহারাষ্ট্রে মনমালিন্য দূরে রেখে ফের গাঁটছড়া বাঁধতে চলেছে বিজেপি ও শিবসেনা। সরকারেও অংশ নেবে উদ্ধব ঠাকরের দল।

Updated By: Dec 4, 2014, 02:35 PM IST
৭০ দিনের বিচ্ছেদ শেষ, মহারাষ্ট্রে ফের এক সঙ্গে বিজেপি-শিবসেনা

মুম্বই: ৭০ দিনের বিচ্ছেদের অবসান। মহারাষ্ট্রে মনমালিন্য দূরে রেখে ফের গাঁটছড়া বাঁধতে চলেছে বিজেপি ও শিবসেনা। সরকারেও অংশ নেবে উদ্ধব ঠাকরের দল।

সাংবাদিক সম্মেলনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন শিবসেনা তাঁর মন্ত্রীসভায় অংশগ্রহণ করবে। শিবসেনার ৫ জন পূর্ণ ও ৭ জন প্রতিমন্ত্রী হচ্ছেন।

আরও ১০ জন বিজেপি বিধায়কও মন্ত্রীসভার অংশ হতে চলেছেন।

উল্লেখযোগ্য, ফড়নবিশ জানিয়েছেন কেউই উপমুখ্যমন্ত্রী হচ্ছেন না।

আগামিকাল বিধান ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। বর্তমানে মহারাষ্ট্রে ৮জন পূর্ণমন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

 

.