গালওয়ানে নিহত হয়েছে এক কমান্ডিং অফিসার, শেষপর্যন্ত স্বীকার করে নিল চিন
সোমবার চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের তরফে এক টুইটে লেখা হয়েছে, ভারতের থেকে চিনের মৃত্যু সংখ্যা কম
নিজস্ব প্রতিবেদন: গত ১৫ জুন উত্তর লাদাখের গালওয়ানে ভারতীয় জওয়ানদের সঙ্গে সংঘর্ষে এখনও পর্যন্ত তাদের কতজন সেনা নিহত হয়েছে তা এখনও স্বীকার করেনি চিন। তবে এক কমান্ডিং অফিসারের যে মৃত্যু হয়েছে তা সেনা পর্যায়ের বৈঠকে কবুল করল চিন। এমনটাই খবর সূত্রের।
আরও পড়ুন-ভরতে রফতানি করা ওষুধ তৈরির ৭০% জরুরি কাঁচামালের দাম ৩০% বাড়িয়ে দিল চিন!
সোমবার চিন ভূখণ্ডের মালদোর চুসুলে দুদেশের লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের বৈঠক হয়। গালওয়ানের সংঘর্যের ঘটনা নিয়ে দুদেশের মধ্যে আলোচনা হয়। সেখানেই কমান্ডিং অফিসারের মৃত্যুর কথা স্বীকার করেন চিনা অফিসার।
গত ১৫ জুন গালওয়ানে চিনের একটি অস্থায়ী তাঁবু সরানো নিয়ে ভারত ও চিনের সেনাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রায় পাঁচ ঘণ্টার দফায় দফায় লড়াইয়ে শহিদ হন ভারতের ২০ জওয়ান। ভারতের দাবি, চিনের ৪০ জনেরও বেশি সেনা নিহত হয়েছে।
আরও পড়ুন-ফুলবাগানে শ্বশুরের সামনেই বৃদ্ধা শাশুড়িকে গুলি করে আত্মঘাতী জামাই
ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও সেনা মৃত্যুর সংখ্যা কত তা স্বীকার করেনি চিন। সোমবার চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের তরফে এক টুইটে লেখা হয়েছে, ভারতের থেকে চিনের মৃত্যু সংখ্যা কম। ওই সংখ্যা বললে ভারত আরও চাপে পড়ে যাবে।
প্রসঙ্গত, এতকিছু বলা হলেও চিনা সেনা মৃত্যুর সংখ্যা ঠিক কতা তা বলা হয়নি।