'গেটওয়ে অফ ইন্ডিয়া'র নাম বদলে করা হোক 'ভারতদ্বার'

আরবসাগরের পাড়ে 'গেটওয়ে অফ ইন্ডিয়া'। ভারতে ঢোকার প্রবেশপথ। দেশ-বিদেশের যেকোনও পর্যটকদের কাছেই অন্যতম আকর্ষণ হল এই 'গেটওয়ে অফ ইন্ডিয়া'। মুম্বই ঘুরতে এসে 'গেটওয়ে অফ ইন্ডিয়া' দেখেনি, এরকম মানুষ খুব কম আছে।

Updated By: Jun 11, 2017, 05:06 PM IST
'গেটওয়ে অফ ইন্ডিয়া'র নাম বদলে করা হোক 'ভারতদ্বার'

ওয়েব ডেস্ক : আরবসাগরের পাড়ে 'গেটওয়ে অফ ইন্ডিয়া'। ভারতে ঢোকার প্রবেশপথ। দেশ-বিদেশের যেকোনও পর্যটকদের কাছেই অন্যতম আকর্ষণ হল এই 'গেটওয়ে অফ ইন্ডিয়া'। মুম্বই ঘুরতে এসে 'গেটওয়ে অফ ইন্ডিয়া' দেখেনি, এরকম মানুষ খুব কম আছে।

অ্যাপোলো বন্দরে রাজা পঞ্চম জর্জ ও রানি মেরির আগমনের স্মৃতিতে ১৯২৪ সালে নির্মাণ করা হয় 'গেটওয়ে অফ ইন্ডিয়া'। সেই নামই এবার বদলে 'ভারতদ্বার' করার প্রস্তাব করলেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাজ পুরোহিত। তাঁর মতে, এই 'গেটওয়ে অফ ইন্ডিয়া' নামটা 'ব্রিটিশদের দাসত্বের প্রতীক'। তাই অবিলম্বে এই নামের পরিবর্তন প্রয়োজন। 

আরও পড়ুন, "গরু মা ও ঈশ্বরের বিকল্প", দাবি হায়দ্রাবাদ হাইকোর্টের বিচারপতির

.