শ্লীলতাহানি করতে এসে তরুণীর হাতে জুতোপেটা খেল যুবক!

শ্লীলতাহানির চেষ্টা। আর তারপর যা হল তা একপ্রকার দৃষ্টান্ত। আক্রান্ত তরুণীর থেকে মিলল উচিত শিক্ষা। জুতোপেটা করে দুষ্কৃতীকে ভাগালেন তরুণী। পুলিস ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Updated By: Jun 11, 2017, 10:48 AM IST
শ্লীলতাহানি করতে এসে তরুণীর হাতে জুতোপেটা খেল যুবক!

ওয়েব ডেস্ক : শ্লীলতাহানির চেষ্টা। আর তারপর যা হল তা একপ্রকার দৃষ্টান্ত। আক্রান্ত তরুণীর থেকে মিলল উচিত শিক্ষা। জুতোপেটা করে দুষ্কৃতীকে ভাগালেন তরুণী। পুলিস ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন- মেয়ের সামনেই মাকে ধর্ষণের অভিযোগ!

ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামে। জানা গেছে, গতকাল নানা ভাবে ওই তরুণীকে বিরক্ত করছিল অভিযুক্ত যুবক। তারপর শুরু হয় শ্লীলতাহানির চেষ্টা। প্রথমটায় সহায্যের জন্য কাউকে খুঁজতে থাকেন তিনি। কাউকে না পেয়ে অবশেষে রণংদেহী রূপ নেন তরুণী। প্রকাশ্যেই দুষ্কৃতীকে জুতোপেটা করে এলাকা ছাড়া করেন তিনি। পরে খবর পেয়ে পুলিস আসে সেখানে। তবে ততক্ষণে অভিযুক্ত সেখান থেকে চম্পট দিয়েছে।

.