সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনে প্রথম গ্রেফতারি, ধরা পড়ল অভিযুক্ত

অস্ত্র মামলায় ধৃত অভিযুক্তকে জেরা করে মিলল প্রমাণ। 

Updated By: Mar 2, 2018, 09:15 PM IST
সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনে প্রথম গ্রেফতারি, ধরা পড়ল অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদন: সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে প্রথম গ্রেফতারি। নবীন কুমার নামে অভিযুক্তকে গ্রেফতার করল বেঙ্গালুরু পুলিস। 

গত ১৮ ফেব্রুয়ারি ৩৭ বছরের নবীন কুমারকে মাদ্দুরের তাঁর বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিস। বেআইনিভাবে অস্ত্র রাখার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিস বেঙ্গালুরুর ম্যাজিস্ট্রেটের কাছে জানিয়েছে, ধৃত নবীনের বিরুদ্ধে লঙ্কেশ হত্যায় যোগ থাকার প্রমাণ মিলেছে। পুলিস দাবি করেছে, গৌরী লঙ্কেশ হত্যায় যোগ থাকার কথা স্বীকার করেছেন নবীন কুমার।   

আরও পড়ুন- বিনা রিচার্জেই টিভিতে দেখা যাবে সমস্ত চ্যানেল, সেট টপ বক্স আনল রিলায়্যান্স

বেআইনি অস্ত্র মামলায় জেল হেফাজতে যাওয়ার পর নবীন কুমারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে বিশেষ তদন্তকারী দল। এদিন নবীনকে ৮দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে জেরা করে লঙ্কেশ হত্যার নেপথ্যে ষড়যন্ত্রের কিনারা করা যাবে বলে মনে করছে পুলিস। 

আরও পড়ুন- আমি অবিবাহিত বলে কি স্তনপান করানোর ছবি তুলতে পারব না?পাল্টা জোসেফের

.