German Chancellor Enjoying a Cup of Tea: দিল্লির রাস্তায় দাঁড়িয়ে হঠাৎ চা খেলেন কেন জার্মান চ্যান্সেলর?

German Chancellor Enjoying a Cup of Tea: ভারত থেকেই ছড়িয়েছিল চা। ইতিহাস বলে, অতীশ দীপঙ্করের মাধ্যমেই তিব্বত থেকে চা-পানের রেওয়াজ এসেছিল ভারতে। পরে, আরও খানিকটা আধুনিক সময়ে ভারত থেকেই বিশ্বে ছড়ায় এই চা-পান। ফলে, চা ভারতের কাছে বৈদেশিক সম্পর্ক রচনার ক্ষেত্রে একটা বিশেষ অনুষঙ্গ হয়েই দাঁড়িয়েছে বলতে হবে। সেই ছবিই আবার দেখা গেল দিল্লিতে। দিল্লির রাস্তায় দাঁড়িয়ে চা খেয়ে গেলেন জার্মান চ্যান্সেলর।

Updated By: Feb 27, 2023, 02:22 PM IST
German Chancellor Enjoying a Cup of Tea: দিল্লির রাস্তায় দাঁড়িয়ে হঠাৎ চা খেলেন কেন জার্মান চ্যান্সেলর?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত থেকেই ছড়িয়েছিল চা। ইতিহাস বলে, অতীশ দীপঙ্করের মাধ্যমেই তিব্বত থেকে চা-পানের রেওয়াজ এসেছিল ভারতে। পরে, আরও খানিকটা আধুনিক সময়ে ভারত থেকেই বিশ্বে ছড়ায় এই চা-পান। ফলে, চা ভারতের কাছে বৈদেশিক সম্পর্ক রচনার ক্ষেত্রে একটা বিশেষ অনুষঙ্গ হয়েই দাঁড়িয়েছে বলতে হবে। সেই ছবিই আবার দেখা গেল দিল্লিতে। দিল্লির রাস্তায় দাঁড়িয়ে চা খেয়ে গেলেন জার্মান চ্যান্সেলর।

আরও পড়ুন: Torkham Border Reopens: সীমান্তে দাঁড়িয়ে হাজার-হাজার ট্রাক আর অসংখ্য রোগী! অবশেষে খুলল পথ...

শনিবারই দু’দিনের সফরে ভারতে আসেন ওলাফ শোলজ। অ্যাঞ্জেলা মর্কেলের মেয়াদের পরে ২০২১ সালে জার্মান চ্যান্সেলর হন ওলাফ শোলজ। এটি শোলজের প্রথম ভারত সফর। দু’দিনের সফরে ভারতে এসেছিলেন জার্মান চ্যান্সেলর। সফরের শেষ দিনে, রবিবার তাঁকে চায়ে চুমুক দিতে দেখা গেল। দিল্লির চাণক্যপুরীতে রাস্তার পাশের এক দোকানে চা খেলেন জার্মান চ্যান্সেলর। ভারতে জার্মান দূতাবাসের তরফে শোলজের চা খাওয়ার সেই ছবি ট্যুইটারে পোস্টও করা হয়েছে।

আরও পড়ুন: Onion Price Soars: আচমকাই সংকট! বিশ্ববাজারে অগ্নিমূল্য পেঁয়াজ, ভারতে কী ঘটতে চলেছে?

শনিবার রাষ্ট্রপতি ভবনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ একাধিক প্রথম সারির মন্ত্রী। ক্লিন এনার্জি, বাণিজ্য, নতুন প্রযুক্তি ইত্যাদির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে শনিবার শোলজ ও নরেন্দ্র মোদীর মধ্যে আলোচনা হয়। ওলাফ শোলজের এই সফর ভারত-জার্মানি সম্পর্ক অন্য মাত্রায় পৌঁছে দেবে বলেই আশা করা হচ্ছে।

ভারতে জার্মান দূতাবাসের তরফে শোলজের চা খাওয়ার ছবি ট্যুইটারে পোস্ট করা হয়েছে। ব্যতিক্রমী সেই ট্যুইটে লেখা হয়েছে-- এক কাপ সুস্বাদু চা ছাড়া ভারতে ঘোরার অভিজ্ঞতা কীভাবে সম্পূর্ণ হবে? আমরা ওলাফ শোলজকে চাণক্যপুরীর রাস্তার কোণে আমাদের প্রিয় চায়ের দোকানে নিয়ে গিয়েছিলাম। আপনাদের সকলের যাওয়া উচিত! ভারতের আসল স্বাদ পাবেন! 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.