এপ্রিল থেকে দাম বাড়তে চলেছে সিএনজি ও পিএনজি-র

এপ্রিল থেকে দাম বাড়তে চলেছে সিএনজি ও পিএনজি-র

Updated By: Mar 23, 2018, 04:12 PM IST
এপ্রিল থেকে দাম বাড়তে চলেছে সিএনজি ও পিএনজি-র

নিজস্ব প্রতিবেদন: এপ্রিল থেকে দাম বাড়ছে কমপ্রেসড প্রাকৃতিক গ্যাস ও পাইপড প্রাকৃতিক গ্যাসের। ৬ মাস পর পর এই দুই জ্বালানির দাম পর্যালোচনা করে তেল সংস্থাগুলি। পয়লা এপ্রিল পরবর্তী দামবৃদ্ধির সম্ভাবনা। জানা গিয়েছে, দুবছরে সর্বোচ্চ হতে চলেছে সিএনজি ও পিএনজি-র দাম। 

সরকারি সূত্রে খবর, বর্তমানে প্রতি ইউনিট সিএনজির দাম ২.৮৯ মার্কিন ডলার। তা বেড়ে হতে চলেছে ৩.০৬। ২০১৬ সালের মার্চে গ্যাসের গাম ছিল ইউনিট প্রতি ৩.৮২ মার্কিন ডলার। তারপর থেকে এটাই সর্বোচ্চ দরবৃদ্ধি। 

সিএনজি ও পিএনজি-র দামবৃদ্ধির প্রভাব পড়তে চলেছে উত্পাদন ক্ষেত্রে। তবে বিদ্যুত উত্পাদনে কোনও প্রভাব পড়বে না। এর ফলে রান্নার জন্য পিএনজি যাঁরা ব্যবহার করেন, তাঁদের খরচ বাড়বে। আর সিএনজি চালিত যান যেমন অটোর ভাড়া বাড়তে পারে।      

দামবৃদ্ধির ফলে লাভবান হবে রিল্যায়ান্স ইন্ডাস্ট্রিস, ওএনজিসি ও ওআইএল-এর মতো সংস্থা। প্রাকৃতিক গ্যাস উত্পাদনে তাদের মিলিত উত্পাদন ১০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। তবে সবচেয়ে বেশি ফায়দা রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি-র। 

আরও পড়ুন- দাক্ষিণাত্যের আবেগে শান সিদ্দারামাইয়ার, পাশে চাইলেন মুখ্যমন্ত্রীদের

.