সরকারি চাকরিতে সংরক্ষণ আরও বাড়বে OBC-দের?কী জানাচ্ছে কেন্দ্র?

 বর্তমানে মোট ২৭ শতাংশই ওবিসিদের জন্য সংরক্ষিত

Updated By: Jul 22, 2021, 10:50 AM IST
সরকারি চাকরিতে সংরক্ষণ আরও বাড়বে OBC-দের?কী জানাচ্ছে কেন্দ্র?

নিজস্ব প্রতিবেদন: এবার আরও বেশি সংখ্যক মানুষকে ওবিসি সংরক্ষণের (OBC Reservation) আওতায় পদক্ষেপ নিতে পারে কেন্দ্র। ওবিসিভুক্ত জনগোষ্ঠীর জন্য 'ক্রিমি লেয়ার' (Creamy Lyaer) অর্থাৎ বার্ষিক আয়ের সীমা বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। বর্তমানে দেশে ওবিসি ক্যাটেগরির যাঁদের বার্ষিক আয় ৮ লক্ষের কম তাঁরাই সংরক্ষণের সুবিধা পেয়ে থাকেন। তবে এবার সেটি ১২ লক্ষ পর্যন্ত বাড়ানো হতে পারে বলে জানা যাচ্ছে। 

দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকরির (Govt Jobs) ক্ষেত্রে বর্তমানে মোট ২৭ শতাংশই ওবিসিদের জন্য সংরক্ষিত। প্রতি ৩ বছর অন্তর বার্ষিক আয়ের এই সীমা বাড়ানো হয়। যদিও এর আগে ২০১৩ সালে বাড়িয়ে ৬ লক্ষ ও ২০১৭ সালে তা ৮ লক্ষ পর্যন্ত রাখা হয়েছিল।

আরও পড়ুন: কৃষি আইন বাতিলের দাবিতে Jantar Mantar-এ কৃষক বিক্ষোভ, নিরাপত্তার চাদরে ঢাকল Delhi

লোকসভায় এক লিখিত জবাবে সামাজিক ন্যায় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক (Pratima Bhowmick) জানান, ওবিসিদের সংরক্ষণে বার্ষিক আয়ের সীমা বা ক্রিমি লেয়ার অংশ বাড়ানোর পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। এ ব্যাপারে অবসরপ্রাপ্ত বিচারক জি রোহিনীর নেতৃত্বে ওবিসিদের ক্যাটেগরি সম্পর্কে খতিয়ে দেখার জন্য একটি কমিশন গঠন করেছে কেন্দ্র। সব খতিয়ে দেখে সরকারের কাছে রিপোর্ট পেশ করবেন তাঁরা। যদিও ওবিসিদের সংরক্ষণ বাড়ানোর ব্যাপারে নানান মতান্তরও দেখা দিয়েছে। 

আরও পড়ুন: কেউ কেউ ফায়দা তুলতে চাইছে, CAA-NRC মুসলিদের কোনও ক্ষতি করবে না:Mohan Bhagwat

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 
.