শহিদ, নিখোঁজ জওয়ানের সন্তানদের শিক্ষার সমস্ত খরচ বহন করবে সরকার
শহিদ জওয়ানের সন্তানদের শিক্ষা খরচের সর্বোচ্চ সীমা তুলে দিল কেন্দ্রীয় সরকার।
নিজস্ব প্রতিবেদন: শহিদ, নিখোঁজ ও প্রতিবন্ধী সেনা জওয়ানের সন্তানদের শিক্ষার সমস্ত খরচ বহন করবে সরকার। এতদিন প্রতি মাসে ১০ হাজার টাকা পর্যন্ত খরচ বহন করত কেন্দ্রীয় সরকার। এবার সেই সীমা তুলে দিল প্রতিরক্ষা মন্ত্রক।
প্রতিরক্ষার মন্ত্রকের নির্দেশিকায় জানানো হয়েছে, ১০ হাজার টাকার সর্বোচ্চ সীমা তুলে দেওয়া হচ্ছে। সরকারি বা সরকারি সহায়তায় পরিচালিত স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, সৈনিক স্কুল এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অনুমোদিত প্রতিষ্ঠানে পড়াশুনো করলে সব খরচ দেবে সরকার।
#ImportantAnnouncement :
Cap on Educational Concession removed for the children of Armed Forces Officers / PBORs, missing/ disabled/ killed in action.@nsitharaman @SpokespersonMoD pic.twitter.com/jkxdEyXjD4
— Raksha Mantri (@DefenceMinIndia) 22 March 2018
আগে টিউশন ফি, হস্টেল খরচ, বইপত্র কেনার খরচ, জামাকাপড়ের খরচ বহন করত কেন্দ্রীয় সরকার। তবে সপ্তম বেতন কমিশনের সুপারিশের পর প্রতি মাসে সর্বোচ্চ সীমা ১০ হাজার টাকা পর্যন্ত বেঁধে দেওয়া হয়। সেই সুপারিশ মেনে নেয় কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হন অনেকে। এব্যাপারে ভাবনাচিন্তা করার জন্য প্রতিরক্ষামন্ত্রীকে চিঠি দেন বায়ুসেনার প্রধান। সর্বোচ্চ সীমা তুলে দেওয়ার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করেন নির্মলা সীতারমন।
আরও পড়ুন- যোগীর রাজ্যে দলিত যুবককে মারধর, নগ্ন করে হাঁটতে বাধ্য করল প্রেমিকার পরিবার