সংসদের উপরে থাকবে গ্রামসভা : আন্না

এবার গ্রামসভা নিয়ে সোচ্চার সমাজকর্মী আন্না হাজারে। তাঁর মতে, এমন আইন আনতে হবে যাতে গ্রামসভার ক্ষমতা সংসদের থেকে বেশি হয়। অর্থাত্, সংসদের উপরে থাকবে গ্রামসভা।

Updated By: Jan 27, 2012, 10:10 AM IST

এবার গ্রামসভা নিয়ে সোচ্চার সমাজকর্মী আন্না হাজারে। তাঁর মতে, এমন আইন আনতে হবে যাতে গ্রামসভার ক্ষমতা সংসদের থেকে বেশি হয়। অর্থাত্, সংসদের উপরে থাকবে গ্রামসভা। বৃহস্পতিবার একটি ভিডিও কনফারেন্সে আন্না জানান, জনলোকপাল বিলের মতো গ্রামসভা আইন আনতেও তীব্র আন্দোলনের জন্য তৈরি হতে হবে। তিনি বলেন, `লোকসভা মনে করে তাঁরা সবার উপরে। এটা ঠিক নয়। মানুষ তাঁদেরকে নির্বাচিত করেছেন। সুতরাং লোকসভার উপরে দেশের জনগণ।` লোকপাল বিল নিয়ে সংসদের ভূমিকার সমালোচনা করে আন্না বলেন, `৫৫০ জন ব্যক্তি নিজেদের মতামত দিচ্ছে। দেশের মানুষকে কেউ জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেনি। এটা গণতন্ত্রের পক্ষে শুভ নয়। তাই আমাদের আরও একটি আইন প্রয়োজন। বিধানসভা ও লোকসভা ভাবছে তাঁরাই সবার উপরে। কিন্তু গ্রামসভাই সবার উপরে।` তাঁর বক্তব্য, গ্রামসভার সঙ্গে আলোচনা না করে অর্থ ব্যয় করলে, পঞ্চায়েত বাতিল করে দেওয়া হবে। এর জন্য নতুন আইন আনতে হবে। আসন্ন ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জমি অধিগ্রহণ আইন নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে টিম আন্না। বিশেষ অর্থনৈতিক অঞ্চল নিয়ে কেন্দ্রের সমালোচনা করে আন্না জানান, গ্রামের মানুষ ও গ্রামসভার অনুমতি না নিয়েই জমি অধিগ্রহণ করেছে সরকার। সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, `গৃহকর্তারা যখন ঘুমচ্ছিলেন, তখন চাকর চুরি করে পালিয়েছে।` গ্রামসভা আইন নিয়ে জোরদার আন্দোলন সংগঠিত করার জন্যও আহ্বান জানান আন্না হাজারে।

.