মাওবাদীদের বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশে বড়সড় সাফল্য গ্রেহাউন্ড ব্যাটেলিয়নের

মাওবাদী দমনে বড়সড় সাফল্য পেল গ্রেহাউন্ড ব্যাটালিয়ন। মালকানগিরিতে অন্ধ্রপ্রদেশের সীমানায় নিকেশ হল উনিশজন মাওবাদী। নিহতদের মধ্যে কয়েকজন শীর্ষস্তরের মাওবাদী নেতাও রয়েছেন। পুলিস সূত্রে খবর, মাওবাদীদের গোপন ডেরায় বৈঠক চলছিল। খবর পেয়ে হানা দেয় গ্রে হাউন্ড। দুপক্ষের গুলির লড়াই হয়। এনকাউন্টারে জখম হয়েছেন গ্রে হাউন্ডের দুই কনস্টেবল। ঘটনাস্থল থেকে চারটি AK-47 রাইফেল উদ্ধার হয়েছে।

Updated By: Oct 24, 2016, 12:43 PM IST
মাওবাদীদের বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশে বড়সড় সাফল্য গ্রেহাউন্ড ব্যাটেলিয়নের

ওয়েব ডেস্ক: মাওবাদী দমনে বড়সড় সাফল্য পেল গ্রেহাউন্ড ব্যাটালিয়ন। মালকানগিরিতে অন্ধ্রপ্রদেশের সীমানায় নিকেশ হল উনিশজন মাওবাদী। নিহতদের মধ্যে কয়েকজন শীর্ষস্তরের মাওবাদী নেতাও রয়েছেন। পুলিস সূত্রে খবর, মাওবাদীদের গোপন ডেরায় বৈঠক চলছিল। খবর পেয়ে হানা দেয় গ্রে হাউন্ড। দুপক্ষের গুলির লড়াই হয়। এনকাউন্টারে জখম হয়েছেন গ্রে হাউন্ডের দুই কনস্টেবল। ঘটনাস্থল থেকে চারটি AK-47 রাইফেল উদ্ধার হয়েছে।

আরও পড়ুন- বুলেটের পাল্টা বুলেট, যৌথ বাহিনীর অভিযানে ছত্তিসগড়ে মৃত ১৫ মাওবাদী

উল্লেখ্য, সম্প্রতি একটি আন্তর্জাতীক সংস্থার রিপোর্টে নৃশংসতার নিরিখে একেবারে প্রথম সারিতে উঠে আসে মাওবাদী সংগঠনের নাম। তবে, পশচিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর জঙ্গলমহল সংলগ্ন এলাকাগুলিতে মাওবাদী কার্যকলাপ অনেকটাই স্তিমিত।

আরও পড়ুন- মাওবাদীদের শত্রু মনে করেনা RSS

.