পেট্রল-ডিজেলে জিএসটি লাগুর পক্ষে জোর সওয়াল করলেন ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যান
বর্তমানে ভারতে পেট্রল ও ডিজেলের যে দাম তা পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার থেকেও বেশি। এর একটা কারণ কেন্দ্রের শুল্ক ও রাজ্যের ভ্যাট। দুপক্ষের কেউই তাদের শুল্ক কম করতে চাইছে না
নিজস্ব প্রতিবেদন: পেট্রল-ডিজেলের দাম আকাশ ছুঁয়েছে। মঙ্গলবার কলকাতায় পেট্রলের দাম ছিল ৭৯.৫৩ টাকা প্রতি লিটার। গত ৯ দিনে দেশে পেট্রলের দাম বেড়েছে ২ টাকারও বেশি। এরকম এক অবস্থায় পেট্রোপণ্যের ওপর থেকে কেন্দ্রের শুল্ক কম করার দাবি উঠছে। পাশাপাশি পেট্রল ও ডিজেলে জিএসটি বসানোর দাবি বহু পুরনো। এবার সেই দাবিই তুললেন ইন্ডিয়ান অয়েল করপোরেশনের চেয়ারম্যান।
আরও পড়ুন-লাগামছাড়া পেট্রোল-ডিজেলের দাম, প্রতিবাদে ধর্মঘটের ডাক ডিলারদের
মঙ্গলবার আইওসির চেয়ারম্যান সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘তেলের দাম নিয়ন্ত্রণ করার কোনও নির্দেশ আমাদের দেওয়া হয়নি। কিন্তু তেলের দাম এতটাই বাড়ছিল যে টানা ১৯ দিন তেলের দাম রোজ নির্ধারণ করা থামিয়ে রাখা হয়। কিন্তু সব পেট্রোপণ্য জিএসটির আওতায় আনা উচিত।’
There is no directive from the government to control fuel price. Spikes (in prices) were happening earlier and we decided to hold the prices for 19 days. All the petroleum products should come under GST: IOCL Chairman pic.twitter.com/TW5IrsdRPE
— ANI (@ANI) May 22, 2018
প্রসঙ্গত বর্তমানে দেশের অধিকাংশ পণের ওপরে জিএসটি লাগু হলেও পেট্রল, ডিজেল, অপরিশোধিত তেল, বিমানের জ্বালানী ও প্রাকৃতিক গ্যাসের ওপরে এখনও জিএসটি লাগু হয়নি।
আরও পড়ুন-পাকিস্তান গুলি চালালে কী করবেন তা নিজেরাই ঠিক করুন, বিএসএফকে নির্দেশ রাজনাথের
উল্লেখ্য, বর্তমানে ভারতে পেট্রল ও ডিজেলের যে দাম তা পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার থেকেও বেশি। এর একটা কারণ কেন্দ্রের শুল্ক ও রাজ্যের ভ্যাট। দুপক্ষের কেউই তাদের শুল্ক কম করতে চাইছে না। ফলে তেলের দাম তো কমছেই না বরং বাড়ছে হুহু করে। জিএসটি চালু করলে দেশজুড়ে তেলের দাম একই হবে। ফলে সরকার শুল্ক ছাড়তে না ছাড়লে জিএসটি লাগুই একটি রাস্তা বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।