মোদী রাজ্যে গেরুয়াঝড়, গুজরাট উপনির্বাচনে ৮ বিধানসভা আসনেই জয় বিজেপির

আজ ফলাফলের প্রবণতা প্রকাশ হওয়ার পর থেকেই জেলায় জেলায় বিজেপির পার্টি অফিসগুলিতে উত্সব শুরু হয়ে যায়

Updated By: Nov 10, 2020, 11:33 PM IST
মোদী রাজ্যে গেরুয়াঝড়, গুজরাট উপনির্বাচনে ৮ বিধানসভা আসনেই জয় বিজেপির
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: গুজরাটে বিধানসভা উপনির্বাচনে দুরমুশ কংগ্রেস।

বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট হয়ে এখনও কিছু সময় বাকী। তার আগেই দেশের অধিকাংশ উপনির্বাচনে এগিয়ে বিজেপি। গুজরাটের ৮ বিধানসভা আসনের উপনির্বাচনে সবকটিতেই জয়ী বিজেপি। কংগ্রেসের ঝুলি শূন্য।

আরও পড়ুন-অতিরিক্ত পুলিস কমিশনার হচ্ছেন লক্ষ্মী নারায়ণ মীনা, কলকাতা-রাজ্য পুলিসে একাধিক রদবদল

গত ৩ নভেম্বর রাজ্যের আবদাসা, কারজন, মোরবি, গাধাদা, ধারি, লিম্বডি, কাপাডা ও ডাং আসনের উপনির্বাচনে ভোট নেওয়া হয়েছিল। সবকটি আসনেই দাপট দেখাল গেরুয়া শিবিরের।

এবছর কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন পি জাদেজা। তিনি আজ ৩৬,৭৭৮ ভোটে হারিয়ে দিলেন কংগ্রেস প্রার্থী শান্তিলাল সেঙ্ঘানিকে।

আরও পড়ুন-Bihar Election Results 2020: বিহারে তেজস্বীকে ডোবাল রাহুলের দল!

আজ ফলাফলের প্রবণতা প্রকাশ হওয়ার পর থেকেই জেলায় জেলায় বিজেপির পার্টি অফিসগুলিতে উত্সব শুরু হয়ে যায়।  এদিন গণনা শুরু হতেই মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ঘোষণা করে দেন, এই শুরু। রাজ্যের আগামী পুরসভা নির্বাচন ও ২০২২ সালের বিধানসভা নির্বাচনের আগে এটি একটি ট্রেলার। গোটা দেশেই আজ বিজেপির জয়জয়কার। বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও গুজরাট যেখানেই দেখুন, সেখানেই এগিয়ে বিজেপি। 

.