''আমায় বাঁচাও'', আর্তি 'লাভ জিহাদে'র শিকার কেরলের তরুণীর

Updated By: Oct 27, 2017, 01:53 PM IST
 ''আমায় বাঁচাও'', আর্তি 'লাভ জিহাদে'র শিকার কেরলের তরুণীর

নিজস্ব প্রতিবেদন: ''আমাকে এখান থেকে নিয়ে যাও। যেকোনও সময় আমাকে খুন করা হতে পারে'', প্রাণহানির আশঙ্কায় আর্তি 'লাভ জিহাদে'র শিকার অখিলা অশোকন ওরফে হাদিয়ার। সম্প্রতি একটি ভিডিওয় হাদিয়ার সন্ত্রস্ত অবস্থা প্রকাশ পেয়েছে। 

লাভ জিহাদের অভিযোগে শাফিন জাহানের সঙ্গে হাদিয়ার বিয়ে খারিজ করে দিয়েছে কেরল হাইকোর্ট। হাদিয়াকে তাঁর বাবা-মার হেফাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ১৭ অগাস্টের একটি ভিডিওয় দেখা যাচ্ছে, হাদিয়া প্রাণহানির আশঙ্কা করছেন। তাঁর কথায়, আমাকে এখান থেকে নিয়ে যাও। নইলে যেকোনও সময় মরে যাব। বাবা খুব রেগে আছেন। আমাকে মারধর করছেন। আমার মাথা বা শরীরের কোনও অংশে আঘাত লাগলে আমি মরে যাব। 

২৫ বছরের হোমিওপ্যাথিক চিকিত্সক অখিলা আশোকনের সঙ্গে বিয়ে হয় শাফিন জাহানের। ইসলাম ধর্ম গ্রহণ করে তাঁর নাম হয় হাদিয়া। তারপর কেরল হাইকোর্টে হাদিয়ার বাবা দাবি করেন, শাফিনের সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগ রয়েছে। লাভ জিহাদের মাধ্যমে তাঁর মেয়ের ধর্ম পরিবর্তন করেছে ওই যুবক। লাভ জিহাদের তদন্তের দায়িত্ব এনআইএ-কে দিয়েছে সুপ্রিম কোর্ট। 

আরও পড়ুন, আইসিস-ই আসল ইসলাম, কেরলে গ্রেফতারির পর দাবি জঙ্গি সংগঠনের পাণ্ডার

.