জামিন পেলেন হার্দিক প্যাটেল

Updated By: Oct 26, 2017, 06:40 PM IST
জামিন পেলেন হার্দিক প্যাটেল

নিজস্ব প্রতিনিধি: ৫ হাজার টাকার বন্ডে জামিন পেলেন গুজরাটের পতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল। ২০১৫ সালে উত্তর গুজরাটের মেহসানা জেলার ভিসানগরের বিজেপি বিধায়ক ঋষিকেশ প্যাটেলের অফিসঘর ভাঙচুরের মামলায় এদিন জামিন মিলল তরুণতুর্কি এই পতিদার নেতার। ২০১৬ সালে পতিদার আন্দোলনের আঁতুড়ঘর ভিসানগরেরই আইটিআই সার্কেল চত্বরে ওই বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে পাথরও ছোড়া হয়।

উল্লেখ্য, বুধবার গুজরাট বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের দিনই হার্দিক প্যাটেলের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। আর তারপরই ২৪ বছর বয়সী এই নেতা জানিয়ে দেন, তিনি গ্রেফতার বরণের জন্য প্রস্তুত। কিন্তু তাঁকে জেলে পুরলেও তাঁর নেতৃত্বে দেওয়া আন্দোলন যে নিভে যাবে না সেকথাও জোরের সঙ্গে বলেন তিনি।

আরও পড়ুন- গ্রেফতার বরণ করতে প্রস্তুত, কিন্তু আন্দোলন থামবে না : হার্দিক বার্তা

.