রাজস্থানে মিলল উষ্ণ কূপের সন্ধান

গোটা দেশ জুড়ে চলছে জলের হাহাকার। একটু বৃষ্টির অপেক্ষায় আকাশের দিকে তাকিয়ে দিন কাটাচ্ছে মানুষ। দেশের যখন এমন পরিস্থিতি তখন রাজস্থানে সন্ধান মিলল এক প্রাকৃতিক কুয়োর। স্বাভাবিক ভাবেই এই খবরে মরু রাজ্যের মানুষের খুশি হওয়ার কথা ছিল। কিন্তু না, বরং কুয়োর মালিক বললেন এই জলকূপ তাঁর কাছে অভিশাপ।

Updated By: May 5, 2016, 12:58 PM IST
রাজস্থানে মিলল উষ্ণ কূপের সন্ধান

ওয়েব ডেস্ক: গোটা দেশ জুড়ে চলছে জলের হাহাকার। একটু বৃষ্টির অপেক্ষায় আকাশের দিকে তাকিয়ে দিন কাটাচ্ছে মানুষ। দেশের যখন এমন পরিস্থিতি তখন রাজস্থানে সন্ধান মিলল এক প্রাকৃতিক কুয়োর। স্বাভাবিক ভাবেই এই খবরে মরু রাজ্যের মানুষের খুশি হওয়ার কথা ছিল। কিন্তু না, বরং কুয়োর মালিক বললেন এই জলকূপ তাঁর কাছে অভিশাপ।

রাজস্থানের বিচারদি গ্রামে খোঁজ মিলেছে যে প্রাকৃতিক জলকূপের তা হল উষ্ণ কূপ। শীতের দিনেও এই কূপের জল টগবগ করে ফুটতে থাকে। জিওলজির প্রাক্তন অধ্যাপক এবং ইন্ডয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজের সদস্য পুষ্পেন্দ্র সিং রাণাওয়াত এই কূপের খোঁজ পান ওই গ্রামের এক চাষীর ক্ষেতে। ক্ষেতের মালিক ভুবিরাম জানান, এই কূপ তাঁর কাছে অভিশাপের মতো। কারণ জল এখানে এতটাই গরম থাকে যে চাষের কাজে লাগানো যায় না। জল আগে আলাদা জায়গায় ঠাণ্ডা করে তারপর ব্যবহার করতে হয়। শীতের দিনেও ৩০ মিটার গভীর এই কূপের জলের উষ্ণতা থাকে ৫৮ ডিগ্রি সেলসিয়াস।

.