বিজেপির বিরুদ্ধে ক্ষোভ নেই, ওদের আইডিয়া অব ইন্ডিয়ার বিরোধী : রাহুল

রাহুল লিখেছেন, ‘প্রধানমন্ত্রী ও আরএসএসের সঙ্গে আমি লড়াই করেছি। কারণ দেশকে আমি ভালোবাসি

Updated By: Jul 3, 2019, 06:32 PM IST
বিজেপির বিরুদ্ধে ক্ষোভ নেই, ওদের আইডিয়া অব ইন্ডিয়ার বিরোধী : রাহুল

নিজস্ব প্রতিবেদন: দলের সভাপতি পদে তিনি যে আর নেই তা চিঠি লিখে স্পষ্ট করে দিলেন রাহুল গান্ধী। টুইটারে তা পোস্টও করলেন। চিঠিতে উঠে এল বিজেপি প্রসঙ্গও।

আরও পড়ুন-বিজেপি নেতাদের নাম ধরে ধরে মামলা খুঁজছে রাজ্যের আইবি, অভিযোগ মুকুলের  

রাহুল গান্ধী লিখেছেন, ‘বিজেপির বিরুদ্ধে কোনও ক্ষোভ বা ঘৃণা নেই। তবে ওদের ভারতের ধারণার বিরোধী। এই বিরোধিতা বহু পুরনো। লড়াইটাও বেশ শক্ত। ওরা যেখানে বিভেদ দেখে সেখানেই আমি ঐক্য খুঁজি। যেখানে ওরা ঘৃণা দেখে সেখানেই আমি ভালোবাসা খুঁজি।’

সরকারকে নিশানা করে রাহুল লিখেছেন, ‘দেশে ভাতৃত্বের বন্ধন নষ্ট করার পরিকল্পনা করা হয়েছে। দেশের একজন নাগরিক হিসেবে ও কংগ্রেসের কর্মী হিসেবে আমি ওই পরিকল্পনার বিরুদ্ধে লড়াই করে যাব।’

আরও পড়ুন-রাজ্যের 'বাংলা' নামে 'না' কেন্দ্রের, সংসদে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

রাহুল আরও লিখেছেন, ‘প্রধানমন্ত্রী ও আরএসএসের সঙ্গে আমি লড়াই করেছি। কারণ দেশকে আমি ভালোবাসি। কখনও কখনও আমি একলাই লড়েছি। এর জন্য আমি গর্বিত। আরএসএসের লক্ষ্যই ছিল দেশের সব প্রতিষ্ঠানকে কব্জা করা। সেটা তারা করতে পেরেছে। আমাদের গণতন্ত্র দুর্বল হয়েছে। আসল বিপদের এখানেই শুরু। এখন থেকে হয়তো দেশের ভাগ্য নির্ধারণের থেকে নির্বাচন হবে শুধুমাত্র নাম কা ওয়াস্তে। দেশের প্রতিষ্ঠানগুলিকে উদ্ধার করতে হবে। এর জন্য কংগ্রেসকে বদল করতে হবে। এখন পরিকল্পনা করে দেশের মানুষের প্রতিবাদের স্বর চেপে দিচ্ছে সরকার। এইসব স্বরকে রক্ষা করার দায়িত্ব কংগ্রেসের।’

.