সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি তৈরি প্রথম যুদ্ধ বিমান হাতে পেল বায়ু সেনা

শনিবার, বেঙ্গালুরুতে ৩২ বছর পর সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইট কমব্যাট এয়ারক্রাফট (এলসিএ), তেজসকে তুলে দেওয়া হল ভারতীয় বায়ু সেনার হাতে।  

Updated By: Jan 17, 2015, 07:20 PM IST
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি তৈরি প্রথম যুদ্ধ বিমান হাতে পেল বায়ু সেনা

বেঙ্গালুরু: শনিবার, বেঙ্গালুরুতে ৩২ বছর পর সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইট কমব্যাট এয়ারক্রাফট (এলসিএ), তেজসকে তুলে দেওয়া হল ভারতীয় বায়ু সেনার হাতে।  

প্রারম্ভিক, বাতাসের বিভিন্ন পরিস্থিতিতে তেজাস উড়তে সক্ষম, অপরেশনাল ক্লিয়ারেন্স-II পাওয়ার পরেই বায়ু সেনার হাতে তেজাসকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৮৩ সাল থেকে দেশীয় প্রযুক্তিযে যুদ্ধ বিমান তৈরির প্রস্তুতি চলছে। গত ৩২ বছরে খরচ হয়েছে ১৭,০০০ কোটি টাকা।

২০১১ সালের জানুয়ারি মাসে ইনিশিয়াল ক্লিয়ারেন্স-I পায় তেজস। এ বছরের শেষেই ফাইনাল অপরেশনাল ক্লিয়ারেন্স মিলবে বলে আশা করা হচ্ছে।

সূত্রে খবর, ২০১৭-২০১৮ সালের মধ্যে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ২০টি যুদ্ধবিমান হাতে পেতে চলেছে বায়ু সেনা।

১৯৮৩ সালে উদ্যোগ শুরু হলেও বিবিধ কারণে পিছিয়ে গেছে এলসিএ প্রোগ্রামের ডেডলাইন।

 

.