১২৮ বোতল বেআইনি মদ আটক গাজিয়াবাদ রেলস্টেশনে!
প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, দু’টি ব্যাগে করে এই মদ দিল্লি থেকে গাজিয়াবাদ হয়ে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল।
নিজস্ব প্রতিবেদন: লোকাল ট্রেন থেকে উদ্ধার করা হল ১২৮ বোতল বেআইনি মদ। এর মধ্যে রয়েছে ৮০টি ৩৭৫ মিলিলিটারের বোতল এবং ৪৮টি ১৮০ মিলিলিটারের মদের বোতল। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ রেলস্টেশনে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আরপিএফ ও জিআরপির যৌথ তল্লাশিতে গাজিয়াবাদ স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে দু’টি বড় ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ওই ব্যাগ দু’টি থেকে মোট ১২৮ বোতল বেআইনি মদ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, এই দু’টি ব্যাগে করে ১২৮ বোতল বেআইনি মদ দিল্লি থেকে গাজিয়াবাদ হয়ে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল।
Ghaziabad: Illicit liquor recovered by Railway Police at Ghaziabad Railway Station yesterday. The liquor was brought from Delhi to Ghaziabad in EMU train that operates in Delhi NCR. The liquor was to be sent to Bihar. Police investigation underway pic.twitter.com/wKNIgr67Uh
— ANI UP (@ANINewsUP) August 27, 2019
আরও পড়ুন: এটিএম থেকে একই দিনে দু’বার টাকা তুলতে অপেক্ষা করতে হবে অন্তত ৬ ঘণ্টা!
জানা গিয়েছে, আটক হওয়া বেআইনি মদের বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা। কে বা কারা এই মদ নিয়ে যাচ্ছিলেন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিস।