সুপ্রিম কোর্টের বিচারপতি পদে এই প্রথম সুপারিশ করা হল মহিলা আইনজীবীর নাম

সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের জন্য এই প্রথম সরাসরি কোনও মহিলা আইনজীবীর নাম সুপারিশ করা হল। পাঁচ বিচারপতির কলেজিয়াম ইন্দু মালহোত্রর নাম সুপারিশ করেছে। এর আগে কোনও মহিলার নাম সুপ্রিম কোর্টের বিচারপতি পদের জন্য সুপারিশ করা হয়নি।

Updated By: Jan 11, 2018, 09:32 PM IST
সুপ্রিম কোর্টের বিচারপতি পদে এই প্রথম সুপারিশ করা হল মহিলা আইনজীবীর নাম

নিজস্ব প্রতিবেদন : সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের জন্য এই প্রথম সরাসরি কোনও মহিলা আইনজীবীর নাম সুপারিশ করা হল। পাঁচ বিচারপতির কলেজিয়াম ইন্দু মালহোত্রর নাম সুপারিশ করেছে। এর আগে কোনও মহিলার নাম সুপ্রিম কোর্টের বিচারপতি পদের জন্য সুপারিশ করা হয়নি।

আরও পড়ুন- ট্রাম্প প্রশাসনের নয়া ট্র্যাভেল অ্যাডভাইসারিতে অস্বস্তিতে নয়া দিল্লি

ইন্দু মালহোত্রর পাশাপাশি উত্তরাখণ্ড হাইকোর্টে প্রধান বিচারপতি কেএম জোসেফের নামও সুপ্রিম কোর্টের বিচারপতির জন্য সুপারিশ করেছে ওই কলেজিয়াম।

১০ জানুয়ারি বৈঠকে বসে পাঁচ বিচারপতির কলেজিয়াম। সেখানেই সর্বসম্মতিক্রমে গৃহীত হয় ইন্দু মালহোত্রর নাম। বর্তমানে সুপ্রিম কোর্টে মাত্র ১ জন মহিলা বিচারপতি রয়েছেন। 

.