বাড়ি থেকে উদ্ধার একে-৪৭ রাইফেল! পলাতক বিহারের অভিযুক্ত বিধায়ক
বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে অনন্ত সিং-এর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: গ্রেফতারি এড়াতে পলাতক বিহারের মোকামার বিধায়ক অনন্ত সিং। শুক্রবার গভীর রাতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে একটি একে-৪৭ রাইফেল, বেশ কয়েক রাউন্ড বুলেট, হ্যান্ড গ্রেনেড-সহ একাধিক বেআইনি অস্ত্র উদ্ধার করে অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (এটিএস)। বাজেয়াপ্ত করা হয় ওই সমস্ত অস্ত্রশস্ত্র। কিন্তু সুযোগ বুঝে বাড়ি থেকে চম্পট দেন ঘটনায় অভিযুক্ত বিহারের বিধায়ক অনন্ত সিং। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে অনন্ত সিং-এর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওই বিধায়কের বাড়ির কেয়ারটেকার সুনীল রামকে।
Patna: Independent MLA Anant Singh on whom Police had conducted raid and recovered an Ak-47 earlier this week,fled from his residence when Police reached to arrest him.Police says 'We did talk to his wife but she did not divulge details, we will take further action accordingly' pic.twitter.com/4G26a4xVAI
— ANI (@ANI) August 18, 2019
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, অভিযুক্ত বিধায়ককে গ্রেফতারের জন্য শনিবার পুলিস যখন তাঁর বাড়িতে পৌঁছায়, ততক্ষণে বাড়ি থেকে পালিয়ে গিয়েছেন অনন্ত সিং। পুলিস জানিয়েছে, অনন্ত সিং-এর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেও তেমন কোনও তথ্য মেলেনি। অভিযুক্ত বিধায়কের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিস।