নীলম ঘাঁটিতে ভারতীয় সেনার পাল্টা গোলাগুলি; নিহত ৪, কবুল করে নিল পাকিস্তান
রবিবার ভোররাত থেকে কাশ্মীরের তংধর সেক্টরের উল্টোদিকে নীলম ঘাঁটি থেকে গোলাগুলি চালাতে থাকে পাক সেনা
নিজস্ব প্রতিবেদন: পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার গোলাগুলিতে ক্ষয়ক্ষতির কথা শেষপর্যন্ত স্বীকার করল পাকিস্তান। রবিবার তংধর সেক্টরে পাক হামলার জবাব দেয় ভারত। তাতেই ধ্বংস হয় বেশ কয়েকটি জঙ্গি শিবির ও সেনা আউটপোস্ট।
আরও পড়ুন-ট্রেন দেরিতে চলায় ক্ষতিপূরণ পেলেন তেজস এক্সপ্রেসের যাত্রীরা
পাক সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নীলম ঘাঁটিতে এক সেনা-সহ ৪ জন ভারতীয় সেনার গুলিতে নিহত হয়েছে। পাক সেনা মুখপাত্র আসিফ গফুর একাধিক টুইটে জানিয়েছেন, পাক অধিকৃত কাশ্মীরে গোলাগুলি করেছে ভারতীয় সেনা। এতে সাধারণ নাগরিকও নিহত হয়েছেন।
Indian unprovoked CFVs in Jura, shahkot & Nousehri Sectors deliberately targeting civilians. Effectively responded. 9 Indian soldiers killed several injured. 2 Indian bunkers destroyed.
During exchange of fire 1 soldier & 3 civilians shaheed, 2 soldiers & 5 civilians injured.— DG ISPR (@OfficialDGISPR) October 20, 2019
গফুর টুইট করেছেন, জুরা, শোখোত ও নৌসেরি সেক্টরে সাধারণ নাগরিকদের ওপরে গোলগুলি চালিয়েছে ভারতীয় সেনা। অন্যদিকে, ৯ ভারতীয় সেনা নিহত হয়েছেন। ২ ভারতীয় বাঙ্কার ধ্বংস হয়েছে। সাধারণ নাগরিকদের ওপরে হামলা চালিয়ে জঙ্গি শিবির ধ্বংসের কথা বলছে ভারতীয় সেনা।
আরও পড়ুন-পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিল ভারতীয় সেনা; ধ্বংস ৪ লঞ্চপ্যাড, নিহত বহু
উল্লেখ্য, রবিবার ভোররাত থেকে কাশ্মীরের তংধর সেক্টরের উল্টোদিকে নীলম ঘাঁটি থেকে গোলাগুলি চালাতে থাকে পাক সেনা। এতে এক সাধারণ নাগরিক ও ২ জওয়ানের মৃত্যু হয়। এরপরই পাল্টা গোলাগুলি শুরু করে ভারত। সেনার গুলিতে পাক অধিকৃত কাশ্মীরের গুড়িয়ে যায় ৪টি লঞ্চপ্যাড। আশঙ্কা করা হচ্ছে ৪-৫ পাক সেনার মৃত্যু হয়েছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে এখনও পর্যন্ত ১ জন সেনার মৃত্যুর কথা স্বীকার করা হয়েছে।