পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিল ভারতীয় সেনা; ধ্বংস ৪ লঞ্চপ্যাড, নিহত বহু

কাশ্মীরের তংধর সেক্টরের উল্টোদিকে পাক অধিকৃত কাশ্মীরেই গজিয়ে উঠেছিল ওইসব ঘাঁটি

Updated By: Oct 20, 2019, 01:34 PM IST
পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিল ভারতীয় সেনা; ধ্বংস ৪ লঞ্চপ্যাড, নিহত বহু

নিজস্ব প্রতিবেদন: পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল ভারতীয় সেনাবাহিনী। রবিবার পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিল ভারতীয় সেনা। পাশাপাশি ৪-৫ পাক সেনাও নিহয় হয়েছে বলে খবর। ধ্বংস হয়েছে ৪ লঞ্চপ্যাড।

আরও পড়ুন-জল উধাও, টিউবওয়েলের মুখে দেশলাই জ্বালালে জ্বলছে আগুন, চাঞ্চল্য দেগঙ্গায়

কাশ্মীরের তংধর সেক্টরের উল্টোদিকে পাক অধিকৃত কাশ্মীরের নীলম ঘাটেই গজিয়ে উঠেছিল ওইসব ঘাঁটি। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সেনার গুলিতে নিহত হয়েছে কমপক্ষে ১০-১৫ জঙ্গি। গুঁড়িয়ে দেওয়া হয়েছে একাধিক লঞ্চ প্যাড ও জঙ্গি ঘাঁটি।

রবিবার ভোর তংধর সেক্টরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি করে পাক সেনা। এতে ২ জওয়ান ও সাধারণ নাগরিক নিহত হন। ভারতীয় সেনার এক মুখপাত্র সূত্রে খবর, দুই জওয়ানের মৃত্যুর পর পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা। এতে পাক সীমানায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন-ফের বিস্ফোরক রাহুল, এবার রাজনীতির ঝান্ডা ধরার ‘নিদান’ দিলেন নোবেলজয়ী অভিজিত্কে

সেনা সূত্রে খবর, পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিকে লক্ষ্য করে অ্যাটিলারি গান ব্যবহার করে ভারতীয় সেনা। এতে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে। পাশপাশি পাক সেনার একাধিক আউটপোস্টও ধ্বংস হয়েছে।

.