INDIA Alliance Meeting: নজরে আসন সমঝোতা, ইন্ডিয়া জোটের বৈঠকের দিনক্ষণ জানাল কংগ্রেস
INDIA Alliance Meeting: ইন্ডিয়া জোটের ক্ষেত্রে প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হল আসন রফা। এই আসন রফার প্যাঁচে পড়েই মধ্যপ্রদেশে ভরাডুবি হয়েছে কংগ্রেসের
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে গো বলয়ের ৩ রাজ্যে ধাক্কা খেয়েছে কংগ্রেস-সহ বিরোধীরা। যে বিজেপিকে ঠেকাতে ইন্ডিয়া জোটের সলতে পাকিয়েছেন নীতীশ-মমতা-সোনিয়ারা সেই জোটের কোনও প্রতিফলন মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগড়ের ফলাফলে নেই। ফলে লোকসভা ভোটের আগে কিছুটা হলেও মানসিক জোর পেয়ে গেল বিজেপি। এরকম এক পরিস্থিতিতে আগামী ১৯ ডিসেম্বর বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। গত ৬ ডিসেম্বর ওই বৈঠক হওয়ার কথা ছিল। জোটের একাধিক নেতার সমস্যার কারণে তা ১৭ ডিসেম্বর হওয়ার কথা শোনা গিয়েছিল। শেষপর্যন্ত তা পিছিয়ে গেল আরও দুদিন দিন। নতুন তারিখের কথা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।
আরও পড়ুন-বিজেপির জনপ্রিয় আদিবাসী নেতাই এবার ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী, কে এই বিষ্ণুদেও সাই
জয়রাম রমেশ আজ জানিয়েছেন ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক নয়াদিল্লিতে হবে ১৯ ডিসেম্বর বিকেল তিনটেয়। রাজনৈতিক মহলের খবর, ওই বৈঠকে যোগ দিতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কারণ ওই সময় দিল্লিতে থাকবেন মমতা। গত ৬ ডিসেম্বরের বৈঠকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তাঁকে ওই বৈঠকের ব্যাপারে কিছু বলা হয়নি। শেষপর্যন্ত তিনি চলে যান উত্তরবঙ্গ সফরে।
INDIA की पार्टियों के नेताओं की चौथी बैठक मंगलवार 19 दिसंबर 2023 को नई दिल्ली में दोपहर 3 बजे से होगी।
The 4th meeting of the leaders of INDIA parties will be held on Tuesday December 19th, 2023 in New Delhi at 3pm.
जुड़ेगा भारत
जीतेगा INDIA!— Jairam Ramesh (@Jairam_Ramesh) December 10, 2023
ইন্ডিয়া জোটের ক্ষেত্রে প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হল আসন রফা। এই আসন রফার প্যাঁচে পড়েই মধ্যপ্রদেশে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। এনিয়ে সপার বিস্তর অভিযোগ। এই কথাটাই বহুদিন ধরে বলে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় কে লড়াই করবে, কে কোথায় সিট ছাড়বে তা আলাচনা করা খুবই গুরুত্বপূর্ণ। ফলে লোকসভা ভোটের আগে আসনরফার বিষয়টি প্রধান আলোচনার বিষয় হয়ে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে।
রাজ্যের পাওনা টাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ-বিধায়কদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান মমতা বন্দ্যোপাধ্য়ায়। ফলে ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার সম্ভাবনা প্রবল। তবে তৃণমূলের কাছে ওই বৈঠকের আমন্ত্রণ এসেছে কিনা বা তৃণমূল ইন্ডিয়া-র বৈঠকে উপস্থিত থাকতে পারে কিনা তা এখনও জানা য়ায়নি।
উল্লেখ্য, শেষবার ২৭ বিরোধী দলের বৈঠক হয়েছিল মুম্বইয়ে। বৈঠকের আয়োজন করেছিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। বৈঠকে ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী-সহ ৬ রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)