কেন্দ্রের নির্দেশে এখনই রফতানি নয় অ্যাস্ট্রোজেনেকা, সেরাম কর্তা

টিকার দাম আগেই ঘোষণা করেছেন আদার পুনাওয়ালা। এবার জানালেন রফতানি-নীতি।

Updated By: Jan 4, 2021, 12:16 PM IST
কেন্দ্রের নির্দেশে এখনই রফতানি নয় অ্যাস্ট্রোজেনেকা, সেরাম কর্তা

নিজস্ব প্রতিবেদন: ভারত সরকার অন্তত আগামী কয়েক মাসের জন্য  Oxford University-AstraZeneca coronavirus vaccine-এর রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করল। Serum Institute of India-র সর্বময় কর্তা তেমনই জানালেন রবিবার।

Serum Institute of India-র  CEO Adar Poonawalla জানিয়েছেন, তাঁদের উৎপাদিত AstraZeneca টিকাটি তাঁরা এখনই সরাসরি বাজারে পাঠাবেন না। বেসরকারি ক্ষেত্রে টিকার মার্কেটিং বা সেলিংয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা এনেছে ভারত। ফলে সমস্ত টিকা তাঁরা এখন সরাসরি ভারত সরকারের হাতে তুলে দেবেন।

এর অর্থ, ভারতের অগণিত সাধারণ মানুষের জন্য টিকার সম্ভার আগে সুনিশ্চিত করা। এই নিষেধাজ্ঞার ফলশ্রুতি, যে-টিকার বাণিজ্যিকীকরণ এবং সাফল্য নিয়ে Serum Institute তাদের গবেষণার প্রথম থেকেই এত আশাবাদী ছিল, আপাতত বিষয়টিকে নিয়ে তারা কয়েকমাস অপেক্ষা করবে। মোটামুটি মার্চ-এপ্রিল মাস থেকে হয়তো এই পরিস্থিতির পরিবর্তন আসবে।

Poonawalla আরও জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে তারা ২০০-৩০০ মিলিয়ন ডোজ উৎপাদন করে ফেলতে পারবে। এবং সেই সময়ের মধ্যেই ভারত ও বিশ্ববাজারে টিকার রফতানি নিয়ে জরুরি ভারসাম্যও এসে যাবে।

Also Read:  Covaxin-র কোনও Side Effect হলে দেওয়া হবে ক্ষতিপূরণ, জানিয়ে দিলেন AIIMS প্রধান

.