Loksabha Election Result | INDIA Block Meeting: 'বিজেপির ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইন্ডিয়া জোট'!

দিল্লিতে এবার আর এককভাবে সরকার করতে পারবে না বিজেপি। চব্বিশের লোকসভা ভোটে যখন সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে NDA জোট, তখন দুশোরও বেশি আসনে জিতেছে বিরোধীদের ইন্ডিয়া জোটও। এবার রণকৌশল কী হবে? ফলপ্রকাশের দিল্লিতে ফের বৈঠকে বসেছিল কংগ্রেস ও তার সহযোগী দলের নেতারা। বৈঠকে মমতার দূত হিসেবে যোগ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কবে? আজ, বুধবার।

Updated By: Jun 5, 2024, 10:08 PM IST
Loksabha Election Result | INDIA Block Meeting: 'বিজেপির ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইন্ডিয়া জোট'!

রাজীব চক্রবর্তী: আসনসংখ্য়া দুশোর বেশি, কিন্তু ম্যাজিক ফিগারের থেকে কম! 'বিজেপির ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইন্ডিয়া জোট', দিল্লিতে বৈঠক শেষে জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

আরও পড়ুন:  Loksabha Election Result | Narendra Modi: তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুর্সিতে! NDA-র বৈঠকে ফের নেতা নির্বাচিত হলেন মোদীই...

দিল্লিতে এবার আর এককভাবে সরকার করতে পারবে না বিজেপি। চব্বিশের লোকসভা ভোটে যখন সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে NDA জোট, তখন দুশোরও বেশি আসনে জিতেছে বিরোধীদের ইন্ডিয়া জোটও। এবার রণকৌশল কী হবে? ফলপ্রকাশের দিল্লিতে ফের বৈঠকে বসেছিল কংগ্রেস ও তার সহযোগী দলের নেতারা। বৈঠকে মমতার দূত হিসেবে যোগ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কবে? আজ, বুধবার।

পাশে সোনিয়া গান্ধী। বৈঠক শেষে মল্লিকার্জুন খাড়গে বলেন, 'মানুষকে বিজেপিকে জবাব দিয়েছেন। মানুষের এই রায় সংবিধান রক্ষার পক্ষে এবং মূল্যবৃদ্ধি, বেকারত্বের বিরুদ্ধে। বিজেপির ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইন্ডিয়া জোট'। তাঁর কথায়, 'সঠিক সময়ে আমরা সঠিক পদক্ষেপ করব এবং বুঝিয়ে দেব যে, মানুষ বিজেপি সরকার চাই না। এটাই আমাদের সিদ্ধান্ত। আর মানুষকে যা প্রতিশ্রুতি দিয়েছি, তা রাখব'।

এদিকে পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশের থেমে দিয়েছে বিজেপির বিজয়রথ। এ রাজ্যে যখন ৪২ আসনের ৩০টিতেই জিতেছে তৃণমূল, তখন যোগীরাজ্যে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে সমাজবাদী পার্টি। ৮০টি লোকসভা আসনের মধ্যে ৩৭টিতে জিতেছে তারা। এদিন বৈঠকে অখিলেশ যাদব ও অভিষেকে বন্দ্য়োপাধ্যায়কে শুভেচ্ছা জানান বিরোধী জোটের নেতারা।

এদিন দিল্লিতে বৈঠকে করল NDA-ও। সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত হয়েছেন মোদীই। জোটে থাকার আশ্বাস দিলেন বিহারের নীতীশ কুমার ও অন্ধপ্রদেশের চন্দ্রবাবু নাইডু। সূত্রের খবর তেমনই।

এর আগে, রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রথামাফিক প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন নরেন্দ্র মোদী। তাঁর ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী দ্রৌপদী মুর্মু। তবে পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত আপাতত মোদী ও তাঁর মন্ত্রিসভার সদস্যদের কাজ চালিয়ে নির্দেশ দিয়েছেন তিনি। এখনও পর্যন্ত যা খবর, ৭ জুন বৈঠকে বসছে বিজেপির সংসদীয় দল। সেই বৈঠকে মোদীকে নেতা নির্বাচন করা হবে। এরপর ৮ জুন রাষ্ট্রপতি ভবন তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। 

আরও পড়ুন:  Lok Sabha Election 2024 Result: অমিত থেকে অভিষেক, জিতেছেন রেকর্ড ভোটে, রইল দেশের সেরা ১০

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.