অনলাইন বিপনীর সাইটে পণ্যের 'উত্পাদনকারী দেশ'-র নাম থাকা বাধ্যতামূলক করছে কেন্দ্র!

ত ২২ জুন সরকার ঘোষণা করে যেসব পণ্য সরকার অনলাইনে কিনছে সেখানে তা কোন দেশে তৈরি তার উল্লেখ করতে হবে

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Jun 24, 2020, 05:44 PM IST
অনলাইন বিপনীর সাইটে পণ্যের 'উত্পাদনকারী দেশ'-র নাম থাকা বাধ্যতামূলক করছে কেন্দ্র!
ছবি-প্রতীকী

নিজস্ব প্রতিবেদন: সীমান্তে চিনকে ধাক্কা দেওয়ার পাশাপাশি ব্যবসাতেও বেজিংকে চাপ ফেলতে চাইছে কেন্দ্র। ভারতে একাধিক অনলাইন শপিং কোম্পানি রমরমিয়ে ব্যবসা করছে। সেইসব কোম্পানির পোর্টালের মাধ্যমে প্রতিদিনই মানুষ কিনছেন লাখা লাখ চিনা পণ্য। সেখানেই আঘাত করতে চাইছে কেন্দ্র। এমনটাই সূত্রের খবর।

আরও পড়ুন-রিজেন্ট পার্ক খুন : প্রেমিকাকে সরাতে কীভাবে বন্দুক বানানো শিখেছিল, পুলিসকে খোলসা করল ধৃত

কেন্দ্রের পরিকল্পনা হল, দেশে যেসব অনলাইন বিপনীর পোর্টাল রয়েছে সেখানে বাধ্যতামূলক ভাবে রাখতে হবে সব পণ্য়ের উত্পাদনকারী দেশের নাম। এর থেকেই বোঝা যাবে কতটা চিনা পণ্য মানুষ কিনছেন। এখন ওইসব পণ্য চিহ্নিত হওয়ার পর কী করা হবে তা এখনও স্পষ্ট নয়।

গালওয়ানে ভারতের ২০ জওয়ান চিনা হামলায় শহিদ হওয়ার পর দেশজুড়ে চিনা পণ্য বর্জন করার দাবি উঠছে। এমনটি দেশের যেসব বড়বড় প্রজেক্টের দায়িত্ব চিনা কোম্পানিগুলি নিয়েছে তা বাতিল করারও দাবি উঠছে।

উল্লেখ্য, গত ২২ জুন সরকার ঘোষণা করে যেসব পণ্য সরকার অনলাইনে কিনছে সেখানে তা কোন দেশে তৈরি তার উল্লেখ করতে হবে। দেশের যেসব কোম্পানি সরকারকে বিভিন্ন মাল সাপ্লাই করে তাদেরও সেইসব পণ্যের উত্পাদনকারী দেশের নাম উল্লেখ করতে বলা হয়েছে। তা না করলে তা বাতিল করা হবে।

বুধবার কেন্দ্রের ডিপার্টমেন্ট ফর প্রমোশন অব ইনডাস্ট্রি অ্যান্ড ইন্টারন্যাল ট্রেডের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে ই-কমার্স কোম্পানিগুলির ওপরে ওই নিয়ম লাগু করার কথা বলা হয়েছে বলে সূত্রের খবর। অনলাইন বিপনীগুলি পণ্যের উত্পানকারী দেশের নাম উল্লেখ না থাকলে তা সাইটে রাখতে পারবে না বা বেচা যাবে না।

আরও পড়ুন-১৪ এপ্রিলের আগে বুক করা টিকিটের টাকা ফেরত পাবেন যাত্রীরা, ঘোষণা রেলের
 
এদিকে, কোনও পণ্য বিদেশ থেকে আমদানি করা হলে কী হবে? কেন্দ্রের বক্তব্য, ওই পণ্য সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিতে হবে। ক্রেতাদের জন্যও  ভারতীয় পণ্যে কেনার সুযোগ রাখতে হবে। এর জন্য পোর্টালে একটি ফিল্টার চালু করতে হবে যেখান থেকে ক্রেতা শুধুমাত্র ভারতে উত্পাদিত পণ্যই কিনতে পারবেন। কেন্দ্রের একটি পরিসংখ্যান অনুযায়ী ২০১৯-২০ আর্থিক বছরে ১১ মাসে মোট ৪৭ বিলিয়ন ডলার মূল্যের পণ্য ভারতে বিক্রি করেছে চিন। এই বিরাট ব্যবসায় ধাক্কা দিতে চাইছে ভারত! 

.