রাশিয়ার সঙ্গে বিপুল অঙ্কের চুক্তি, ভারতের হাতে আসছে পরমাণু শক্তি চালিত সাবমেরিন
আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় নৌসেনা। রাশিয়া থেকে আসছে একটি অকুলা ক্লাস পরমাণু শক্তি চালিত সাবমেরিন। আগামী ২০২৫ সালের মধ্যে সেটি চলে আসবে ভারতের হাতে।
নিজস্ব প্রতিবেদন: আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় নৌসেনা। রাশিয়া থেকে আসছে একটি অকুলা ক্লাস পরমাণু শক্তি চালিত সাবমেরিন। আগামী ২০২৫ সালের মধ্যে সেটি চলে আসবে ভারতের হাতে।
আরও পড়ুন-বন্ধ ঘরে গোপনে অযোধ্যার ভাগ্য নির্ধারণ করবে খলিফুল্লার কমিটি
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ১০ বছরের জন্য রাশিয়া থেকে একটি পরমাণু শক্তি চালিত সাবমেরিন লিজ নিচ্ছে ভারত। এর জন্য দুদেশের মধ্যে ৩০০ কোটি ডলারের একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, রাশিয়া ২০২৫ সালে মধ্যে ভারতকে ওই সাবমেরিন হস্তান্তর করবে। এটি হাতে এসে গেলে ওই ধরনের ৩টি সাবমেরিন থাকবে ভারতের হাতে।
ভারত মহাসাগরে চিন তার শক্তি বৃদ্ধির চেষ্টা শুরু করার পর ভারতও তার নৌসেনার শক্তি বাড়াতে সচেষ্ট হয়েছে। এর আগে ১৯৮৮ সালে রাশিয়ার কাছ থেকে প্রথম পারমাণুশক্তি চালিত সাবমেরিন লিজে নেওয়া হয়। নাম দেওয়া হয় আইএনএস চক্র। পরেরটি নেওয়া হয় ২০১২ সালে। ১৯২২ সালে ওই সাবমেরিনটির চুক্তি শেষ হয়ে যাবে।
আরও পড়ুন-চোপড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে গুলিবিদ্ধ দশম শ্রেণির ছাত্রী
সম্প্রতি আমেথিতে রুশ অস্ত্র নির্মাতা সংস্থা কালাশনিকভ আমেথির অস্ত্র কারখানায় তৈরি করবে আসল্ট কালাশনিকভ ২০৩ রাইফেল। ভারতের জন্য তৈরি হবে ৭,৫০,০০০ রাইফেল। ওইসব রাইফেল সেনার হাতে চলে এলে তা জায়গা নেবে ইনসাস রাইফেলের। পাশাপাশি রাশিয়ার সঙ্গে এস ৪০০ এয়ার ডিফেন্স মিশাইল সিস্টেম তৈরির ব্যপারেও চুক্তিবদ্ধ হয়েছে ভারত।