পাল্লা বাড়ল অনেকটাই, সুপারসনিক ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণের সফল পরীক্ষা করল ভারত
ব্রহ্মস মিসাইল তৈরি হয়েছিল ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে। প্রথমে এর পাল্লা ছিল ২৯০ কিলোমিটার
নিজস্ব প্রতিবেদন: বুধবার সুপারসনিক ব্রহ্মস মিসাইলের সফল পরীক্ষা করল ভারত। শব্দের থেকে দ্রুত গতিতে এই মিসাইল আঘাত হানতে পারবে ৪০০ কিলোমিটার দূরের কোনও লক্ষ্যবস্তুতে।
আরও পড়ুন-হাথরস কাণ্ডে হস্তক্ষেপ মোদীর, বিচারের আশ্বাস দিয়ে সিট গঠন যোগী সরকারের
ডিআরডিও-র পিজে-১০ প্রকল্পের আওতায় ওই পরীক্ষা করল ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণা সংস্থা। প্রসঙ্গত, ২০০৫ সালে ব্রহ্মস মিসাইল তুলে দেওয়া হয়েছে নৌবাহিনীর হাতে। এবার তারই উন্নত সংস্করণের পরীক্ষা সেরে ফেলল ডিআরডিও। এর আগেও একটি সংস্কণের পরীক্ষা হয়েছে।
Congratulating the team of scientists involved in today’s successful test of BrahMos supersonic cruise missile, DRDO chairman Dr G Satheesh Reddy (in file photo) said that it will lead to adding more indigenous content in the missile. https://t.co/1a1tPrwKD4 pic.twitter.com/iOE1XoCIfZ
— ANI (@ANI) September 30, 2020
আরও পড়ুন-মসজিদ ভেঙেছিল 'দুষ্কৃতীরা'; ষড়যন্ত্র করে ধ্বংস করা হয়নি বাবরি, জানাল আদালত
উল্লেখ্য ব্রহ্মস মিসাইল তৈরি হয়েছিল ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে। প্রথমে এর পাল্লা ছিল ২৯০ কিলোমিটার। এবার তা বাড়িয়ে ৪০০ কিলোমিটার করা হল।